ছবি : সংগৃহীত
ভারতের সংগীতশিল্পী সুনিধি নায়েককে বিয়ে করলেন বাংলাদেশের জনপ্রিয় সংগীতশিল্পী শায়ান চৌধুরী অর্ণব। ওপার বাংলাতেও সমানভাবে জনপ্রিয় অর্ণব। ২৮ অক্টোবর, বুধবার কলকাতার চলচ্চিত্র নির্মাতা সৃজিত মুখার্জির এক সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক পোস্টে এই তথ্য নিশ্চিত করেন।
অর্ণব ও সুনিধি নায়েককে অভিনন্দন জানিয়ে ওই পোস্ট করে সৃজিত লিখেছেন, ‘হারিয়ে গিয়েছো, এইতো জরুরি খবর।’ একই সঙ্গে নবদম্পতির সঙ্গে একটি ছবিও প্রকাশ করেন তিনি।
ওই ছবিতে তাদের সঙ্গে সৃজিতের স্ত্রী অভিনেত্রী রাফিয়াত রশিদ মিথিলাও ছিলেন। মিথিলা অর্ণবের কাজিন। এদিকে ইনস্টাগ্রামেও একই ছবি পোস্ট করে অর্ণব-সুনিধিকে অভিনন্দন জানান মিথিলা।
জানা গেছে, পশ্চিমবঙ্গের আসানসোলে রেজিস্ট্রির করে বিয়ে করেছেন অর্ণব ও সুনিধির। এক বছরেরও বেশি সময় ধরে সুনিধির সঙ্গে অর্ণবের পরিচয়। তারা একসঙ্গে গানও গেয়েছেন। এছাড়াও কয়েকটি টিভি অনুষ্ঠানে তাদেরকে একসঙ্গে দেখা গেছে।
প্রসঙ্গত, ভারতের আসামে সুনিধির জন্ম। বর্তমানে তিনি বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের সংগীতে স্নাতকোত্তর পড়ছেন। গান গাওয়া ছাড়াও পেশাদার এসরাজ বাদক তিনি। মডেলিংয়েও আগ্রহ রয়েছে তার।
এর আগে ২০০১ সালে অর্ণব পশ্চিমবঙ্গের সঙ্গীতশিল্পী সাহানা বাজপেয়ীকে বিয়ে করেছিলেন। শান্তিনিকেতনে পড়াশোনা করতে গিয়ে তাদের মধ্যে পরিচয় হয়। কিন্তু বিয়ের ৭ বছর পর ২০০৮ সালে তাদের বিচ্ছেদ ঘটে।
বাংলা/এনএস