• বাংলা ডেস্ক
  • ০১ নভেম্বর ২০২০ ১২:১৯:৪৩
  • ০১ নভেম্বর ২০২০ ১২:১৯:৪৩
অন্যকে জানাতে পারেন: Facebook Twitter Google+ LinkedIn Save to Facebook প্রিন্ট করুন
বিজ্ঞাপন

সম্পাদক-কবি আবুল হাসনাতের প্রয়াণ

ফাইল ছবি

ফুসফুসের সংক্রমণে অসুস্থ হয়ে সাহিত্য সাময়িকী ‘কালি ও কলম‘র সম্পাদক এবং কবি আবুল হাসনাত মৃত্যুবরণ করেছেন। আজ ১ নভেম্বর, রবিবার সকাল ৮টায় রাজধানীর আনোয়ার খান মর্ডান হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। তাকে মিরপুর শহীদ বুদ্ধিজীবী কবরস্থানে দাফন করা হবে বলে জানা গেছে।

তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জাতীয় কবিতা পরিষদের সাধারণ সম্পাদক কবি তারিক সুজাত গণমাধ্যমকে জানান, আবুল হাসনাত নিউমোনিয়ায় আক্রান্ত ছিলেন।

সাহিত্য সম্পাদক হিসেবে নন্দিত আবুল হাসনাত দুই যুগ ধরে সম্পাদনা করেছেন দৈনিক সংবাদের সাহিত্য সাময়িকী। পরবর্তীতে বেঙ্গল গ্রুপের সাহিত্য পত্রিকা ‘কালি ও কলম’ সম্পাদনার ভার গ্রহণ করেন তিনি, যা আমৃত্যু পালন করেন।

১৯৪৫ সালের ১৭ জুলাই পুরান ঢাকায় জন্ম নেয়া আবুল হাসনাত কবিতা লিখতেন মাহমুদ আল জামান ছদ্মনামে। তার প্রকাশিত কাব্যগ্রন্থের মধ্যে রয়েছে 'জ্যোৎস্না ও দুর্বিপাক, 'কোনো একদিন ভুবনডাঙায়', 'ভুবনডাঙার মেঘ ও নধর কালো বেড়াল'।

আবুল হাসনাত কবিতা, উপন্যাস, চিত্র-সমালোচনাসহ সাহিত্যের নানা শাখায় গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন। চিত্রকলা বিষয়ে তার প্রজ্ঞা সর্বজনবিদিত।

তার রচিত প্রবন্ধগ্রন্থের মধ্যে—সতীনাথ, মানিক, রবিশঙ্কর ও অন্যান্য ও জয়নুল, কামরুল, সফিউদ্দীন ও অন্যান্য, শিশু ও কিশোরদের জন্য রচিত গ্রন্থের মধ্যে রয়েছে 'ইস্টিমার সিটি দিয়ে যায়', 'টুকু ও সমুদ্রের গল্প', 'যুদ্ধদিনের ধূসর দুপুরে', 'রানুর দুঃখ-ভালোবাসা' উল্লেখযোগ্য।

১৯৮২ সালে ‘টুকু ও সমুদ্রের গল্প’র জন্য অগ্রণী ব্যাংক শিশু সাহিত্য পুরস্কার অর্জন করেন তিনি। ২০১৩ সালে ভূষিত হন বাংলা একাডেমি পুরস্কারে। ২০১৪ সাল থেকে তিনি বাংলা একাডেমির সম্মানসূচক ফেলো।

বাংলা/এসএ/

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
Page rendered in: 0.1515 seconds.