• বিনোদন প্রতিবেদক
  • ০১ নভেম্বর ২০২০ ২১:১৪:৪৩
  • ০১ নভেম্বর ২০২০ ২১:১৪:৪৩
অন্যকে জানাতে পারেন: Facebook Twitter Google+ LinkedIn Save to Facebook প্রিন্ট করুন
বিজ্ঞাপন

সন্তানদের নিয়ে দেশ ছাড়ছেন শ্রাবন্তী

ইপশিতা শবনম শ্রাবন্তী। ছবি : সংগৃহীত

সন্তানদের নিয়ে দেশ ছাড়বেন এক সময়ের জনপ্রিয় অভিনেত্রী ইপশিতা শবনম শ্রাবন্তী। ৩ নভেম্বর, মঙ্গলবার সকালে এমিরেটস এয়ারলাইন্সের একটি ফ্লাইটে তার যুক্তরাষ্ট্র যাওয়ার কথা রয়েছে। অসুস্থ মা’কে দেখতে এবং তার সেবা করতে গত অক্টোবরের প্রথম সপ্তাহে দেশে আসেন তিনি।

তবে আগামী বছর সবকিছু স্বাভাবিক হলে আবারো দেশে আসার ইচ্ছা প্রকাশ করেন শ্রাবন্তী। ১ নভেম্বর, রবিবার দুপুরে গণমাধ্যমের কাছে এই তথ্য জানান তিনি।

জানা গেছে, সন্তানদের নিয়ে যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে প্রায় পাঁচ বছর ধরে বাস করছেন শ্রাবন্তী। গত পাঁচ বছরে দুইবার বাংলাদেশে এসেছিলেন তিনি।

এ বিষয়ে শ্রাবন্তী বলেন, মায়ের অসুস্থতার কারণে দেশে আসা। বেশ কয়েক দিন বগুড়ায় থাকার পর কয়েক দিন হলো ঢাকায় আসেন তিনি। তাই ইচ্ছা থাকা সত্ত্বেও অনেকের সঙ্গে দেখাও করতে পারিনি তিনি।

প্রসঙ্গত, ডায়াবেটিকস ও লিভারের সমস্যায় ভুগছিলেন শ্রাবন্তীর মা মাহমুদা সুলতানা। চিকিৎসাধীন অবস্থায় ২০ অক্টোবর রাতে বগুড়ার একটি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। মায়ের মৃত্যুর পর আবারো যুক্তরাষ্ট্রে ফিরে যাচ্ছেন এই অভিনেত্রী।

বাংলা/এনএস

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
Page rendered in: 0.1538 seconds.