ছবি : সংগৃহীত
জবি প্রতিনিধি :
জগন্নাথ বিশ্ববিদ্যালয় ডিবেটিং সোসাইটি (জেএনইউডিএস) কর্তৃক আয়োজিত ১৫তম আন্তঃবিভাগ বিতর্ক প্রতিযোগিতা-২০২০" এর ফাইনালে লোকপ্রশাসন বিভাগ বিতর্ক টিম(DHP) কে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে ইসলামিক স্টাডিজ ডিবেটিং ক্লাব(ISDC)।আজ ২ নভেম্বর জুম অ্যাপে প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
"যুক্তির সমরে মুক্তির মিছিল" স্লোগান নিয়ে করোনা মহামারীর সময়ে অনলাইন মাধ্যমে গত ৩০ অক্টোবর থেকে শুরু হওয়া উক্ত বিতর্ক প্রতিযোগিতায় বিশ্ববিদ্যালয়ের ২২ টি বিভাগের ৩৪ টি টিম এবং ১০২ জন বিতার্কিক অংশগ্রহণ করে ।এর আগে ৩০ অক্টোবর গ্রপ রাউন্ডের বিতর্ক এবং ৩১ অক্টোবর কোয়ার্টার ফাইনাল ও সেমি ফাইনাল অনুষ্ঠিত হয়ে আজ ২ নভেম্বর ফাইনাল অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে সমাপনী বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড.মীজানুর রহমান ।
সমাপনী বিতর্কে ‘এই সংসদ মনে করে, ভারতীয় উপমহাদেশে বর্তমান ধর্মীয় অসহিষ্ণুতার বীজ বপন করেছিলো দ্বি-জাতি তত্ত্বের ভিত্তিতে দেশ বিভাগ’ বিষয়ে ইসলামিক স্টাডিজ সরকারী দল ও লোক প্রশাসন বিভাগ বিরোধী দলে বিতর্ক করেন।
বিতর্ক আয়োজনের বিষয়ে সংগঠনের সভাপতি জুনায়েদ হোসাইন ইমন বলেন : মুক্তচর্চার আর বাগ্মিতার সংগঠন জগন্নাথ ইউনিভার্সিটি ডিবেটং সোসাইটি নতুন বিতার্কক অনুসন্ধানেত লক্ষ্যে প্রতিবছরের ন্যায় এবছরেও আন্তঃবিভাগ বিতর্ক প্রতিযোগিতার আয়োজন করেছে। তবে করোনার কারণে এইবছর আন্তঃবিভাগ বিতর্ক প্রতিযোগিতাটি অনলাইন ডিস্কোর্ড আপ্যে অনুষ্ঠিত হয়েছ। করোনার আমাদের ঘরবন্দি করতে পারলে আমাদের কার্যক্রমকে ব্যাহত করতে পারে নাই। বিতর্ক চর্চার মাধ্যেম তরুণের মেধা শাণিত হোক, বাগ্মিতার চর্চার হোক এবং কুসংস্কার মুক্ত একটি সমাজ গঠনের আন্দোলন তরান্বিত হোক, এই প্রত্যাশা করি।