ফাইল ছবি
দেশের জনপ্রিয় টিভি অভিনেতা জিয়াউল ফারুক অপূর্বের শরীরে প্রাণঘাতী করোনাভাইরাস শনাক্ত হয়েছে। তার শারীরিক অবস্থার অবনতি হওয়ায় রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে। বর্তমানে ওই হাসপাতালের নিবিড় পর্যবেক্ষণ কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন রয়েছেন তিনি।
আজ ৪ নভেম্বর, বুধবার সংবাদমাধ্যমে এমন তথ্য জানিয়েছেন নাট্যনির্মাতা মিজানুর রহমান আরিয়ান।
জানা গেছে, পাঁচ দিন আগে জ্বরে আক্রান্ত হন অপূর্ব। জ্বর না কমায় পরে করোনা পরীক্ষার জন্য তার নমুনা জমা দেয়া হয়। গত ২ নভেম্বর, সোমবার তার ফলে পজিটিভ আসে। পরদিন তার অবস্থার অবনতি হলে চিকিৎসকদের পরামর্শে দ্রুত তাকে হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে আইসিইউতে তার চিকিৎসা চলছে।
নির্মাতা আরিয়ান সবার কাছে এই অভিনেতার জন্য দোয়া কামনা করে বলেন, ‘আশা করছি দ্রুতই সুস্থ হয়ে উঠবেন অপূর্ব। সবাই তার জন্য দোয়া করবেন।’
বাংলা/এসএ/