ফাইল ছবি
প্রাণঘাতী করোনাভাইরাসে আক্রান্ত দেশের জনপ্রিয় টিভি অভিনেতা জিয়াউল ফারুক অপূর্বকে আইসিইউ থেকে কেবিনে স্থানান্তর করা হয়েছে। গতকাল ৪ নভেম্বর, বুধবার সন্ধ্যায় তাকে কেবিনে নেয়া হয়। তবে তিনি পুরোপুরি শঙ্কামুক্ত নন বলে জানা গেছে।
এর আগে শারীরিক অবস্থায় অবনতি হওয়ায় গত ৩ নভেম্বর, মঙ্গলবার দিবাগত রাত ১টার দিকে রাজধানীর বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালে অপূর্বকে ভর্তি করা হয়। রাতেই তাকে হাসপাতালটির নিবিড় পর্যবেক্ষণ কেন্দ্রে (আইসিইউ) নেয়া হয়।
সেখানে তার অবস্থার খানিক উন্নতি হলে বুধবার সন্ধ্যায় অপূর্বকে কেবিনে স্থানান্তর করা হয় বলে জানিয়েছেন নাট্যনির্মাতা চয়নিকা চৌধুরী। তিনি বলেন, ‘এই খবরে খুব স্বস্তি লাগছে! জানি, অসংখ্য মানুষের প্রার্থনা আর ভালোবাসা অপূর্বর সঙ্গে রয়েছে। তারপরও অপূর্বর জন্য সবার কাছে দোয়া চাই।’
অপর নাট্যনির্মাতা মিজানুর রহমান আরিয়ান বলেন, ‘আইসিইউ থেকে অপূর্বকে কেবিনে পাঠালেও এখনো শঙ্কামুক্ত বলার সুযোগ নেই।’
আগের রাতের চেয়ে অপূর্বের শারীরিক অবস্থা কিছুটা ভালো বলে হাসপাতাল সূত্রে জানা গেছে। তার আরো কিছু পরীক্ষা করানো হয়েছে। দুদিন পর ওইসব পরীক্ষার ফল পেলে প্রকৃত অবস্থা জানা যাবে।
জানা গেছে, ছয় দিন আগে জ্বরে আক্রান্ত হন অপূর্ব। জ্বর না কমায় পরে করোনা পরীক্ষার জন্য তার নমুনা জমা দেয়া হয়। গত ২ নভেম্বর, সোমবার তার ফলে পজিটিভ আসে। পরদিন তার অবস্থার অবনতি হলে চিকিৎসকদের পরামর্শে দ্রুত তাকে হাসপাতালে ভর্তি করা হয়।
বাংলা/এসএ/