ছবি : সংগৃহীত
ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) ১৩তম আসরের শিরোপা জিতল মুম্বাই ইন্ডিয়ান্স। এবার নিয়ে পাঁচবার চ্যাম্পিয়ন হয়েছে দলটি। গতবারের পর এবারও টানা দ্বিতীয়বার শিরোপা নিজেদের ঘরে তুললো রোহিত শর্মার দল। পাঁচ বারই দলের শিরোপ জয়ে সামনে থেকে নেতৃত্ব দিয়েছেন এই ভারতীয় ওপেনার।
গতকাল ১০ নভেম্বর, মঙ্গলবার দুবাইয়ের আন্তর্জাতিক স্টেডিয়ামে অনুষ্ঠিত ফাইনালে দিল্লি ক্যাপিটালসকে ৫ উইকেটে হারায় মুম্বাই।
টস জিতে আগে ব্যাট করতে নেমে ২২ রানে ৩ উইকেট হারিয়ে শুরুতেই হোঁচট খায় দিল্লি। ট্রেন্ট বোল্ট, জাসপ্রিত বুমরাহরা প্রতিপক্ষের সংগ্রহ খুব একটা বড় হতে দেননি। শেষ পর্যন্ত ৭ উইকেট হারিয়ে ১৫৬ রানে শেষ হয় দিল্লির ইনিংস।
দলের পঞ্চম শিরোপা হাতে রোহিত শর্মা। ছবি : সংগৃহীত
১৫৭ রানের টার্গেটে ব্যাট করতে নেমে মুম্বাই উদ্বোধনী জুটিতে তুলে ফেলে ৪৫ রান। ১২ বলে ২০ রান করে প্যাভিলিয়নে ফিরেন প্রোটিয়া ওপেনার কুইন্টন ডি কক। এরপর ইশান কিশানের সঙ্গে জুটি গড়ে দলকে জয়ের কাছাকাছি নিয়ে যান গড়েন অধিনায়ক রোহিত শর্মা। শেষ পর্যন্ত ৫ উইকেট ও ৮ বল হাতে রেখেই জয়ের বন্দরে পৌঁছে যায় মুম্বাই।
সংক্ষিপ্ত স্কোর :
দিল্লি ক্যাপিটালস : ২০ ওভারে ১৫৬/৭ (স্রেয়াশ ৬৫*, ঋষভ পন্ত ৫৬, ধাওয়ান ১৫; ট্রেন্ট বোল্ট ৩/৩০, নাথান কোল্টার-নাইল ২/২৯)।
মুম্বাই ইন্ডিয়ান্স: ১৮.৪ ওভারে ১৫৭/৫ (রোহিত ৬৮, ইশান ৩৩*, ডি কক ২০, যাদব ১৯)।
ফল: মুম্বাই ৫ উইকেটে জয়ী।
ম্যাচসেরা : ট্রেন্ট বোল্ট।
বাংলা/এসএ/