আজিজুল হাকিম। ছবি : সংগৃহীত
করোনা আক্রান্ত দেশের জনপ্রিয় অভিনেতা আজিজুল হাকিমকে (৬১) লাইফ সাপোর্টে রাখা হয়েছে। ১৩ নভেম্বর, শুক্রবার সকাল সাড়ে ৮টার দিকে রাজধানীর বাংলাদেশ স্পেশালাইড হাসপাতালে তাকে লাইফ সাপোর্টে রাখা হয়েছে।
অভিনেত্রী বন্যা মির্জা শুক্রবার সকালে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক পোস্টে এই তথ্য জানিয়েছেন। এছাড়াও আজিজুল হাকিমের স্ত্রী জিনাত হাকিমও এই তথ্য নিশ্চিত করেন।
ওই পোস্টে বন্যা মির্জা জানান, আজিজুল হাকিম এবং সন্তান হৃদ ও তার স্ত্রী জিনাত ভাবী করোনায় আক্রান্ত। হাকিম ভাই লাইফ সাপোর্টে! এছাড়াও আজিজুল হাকিম এবং তার পরিবারের জন্য দেশবাসীর কাছে সবাই দোয়াও চান তিনি।
আজিজুল হাকিমের মেয়ে নাজা রায়দা হাকিম জানান, তার বাবা লাইফ সার্পোটে আছেন। দোয়া করবেন সবাই। যেহেতু বাবা একজন জাতীয় সম্পদ, সবাই আব্বুর জন্য দোয়া করবেন।
অভিনেতার স্ত্রী জিনাত হাকিম বলেন, হাকিম লাইফ সার্পোটে আছে। ক্রিটিক্যাল কন্ডিশন হঠাৎ করে। এখন আল্লাহর কাছে বাকিটা ভিক্ষা।
এর আগে ১০ নভেম্বর, মঙ্গলবার স্ত্রী জিনাত হাকিম, ছেলে মুহাইমিন রেদোয়ানসহ করোনায় আক্রান্ত হন আজিজুল হাকিম। এরপর গতকাল বৃহস্পতিবার জানা যায়, আজিজুল হাকিমের শরীরে জ্বর থাকলেও জিনাত হাকিম ও হৃদের জ্বর নেই। বাসাতেই আইসোলেশনে রয়েছেন তারা।
বাংলা/এনএস