ফাইল ছবি
বাংলাদেশ শিল্পকলা একাডেমির পরিচালক হিসেবে নিয়োগ পেয়েছেন জনপ্রিয় টিভি তারকা আফসানা করিম, যিনি আফসানা মিমি নামেই সমধিক পরিচিত। মঞ্চের এক সময়ের নিয়মিত এই কর্মীকে তিন বছরে জন্য চুক্তিভিত্তিক নিয়োগ দিয়েছে সরকার। তার পাশাপাশি পরিচালক হিসেবে নিয়োগ পেয়েছেন সাংস্কৃতিক ব্যক্তিত্ব সৈয়দা মাহবুবা করিম।
সম্প্রতি জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত এক আদেশে বলা হয়, অন্যান্য প্রতিষ্ঠান ও সংগঠনের সঙ্গে কর্ম-সম্পর্ক পরিত্যাগের শর্তে যোগদানের তারিখ থেকে এই নিয়োগ কার্যকর হবে।
এই চুক্তিভিত্তিক নিয়োগের শর্তাবলি অনুমোদিত চুক্তিপত্র অনুযায়ী নির্ধারিত হবে বলেও এতে জানানো হয়।
বিষয়টি নিশ্চিত করে আফসানা মিমি একটি জাতীয় পত্রিকাকে জানান, গত ১১ নভেম্বর তার চুক্তির কাজটি সম্পন্ন হয়।
তিনি বলেন, ‘নাটক করেই একটি জীবনের বেশিরভাগ সময় কাটিয়ে দিলাম। আমার সমস্ত ভাবনায় নাটকের উন্নয়ন। কাজেই এই নিয়োগে সরকারের প্রতি আমার কৃতজ্ঞতার শেষ নেই। আমি ভীষণ খুশি।’
বাংলা/এসএ/