ছবি : সংগৃহীত
ইথিওপিয়ার পশ্চিমাঞ্চলীয় তাইগ্রেতে একটি যাত্রীবাহী বাসে গুলি চালিয়ে ৩৪ জনকে হত্যা করেছে বন্দুকধারীরা। গত ১৪ নভেম্বর, শনিবার রাতে দেশটির বেনিশানজুল–গুমুজ অঞ্চলের দেবাট প্রশাসনিক এলাকায় এ হামলার ঘটনাটি ঘটে।
ওই এলাকায় সরকারি দলের সাথে তাইগ্রে পিপলস লিবারেশন ফ্রন্ট পার্টির (টিপিএলএফ) বাহিনীর মধ্যে রক্তক্ষয়ী সংঘাত চলছে। ক্ষমতাসীনদের সাথে বিরোধীদের দ্বন্দ্বের জেরেই এ হত্যাকাণ্ড ঘটেছে বলে ধারণা করা হচ্ছে।
গতকাল ১৫ নভেম্বর, রবিবার দেশটির মানবাধিকার সংস্থা ইথিওপিয়ান হিউম্যান রাইটস কমিশনের (ইএইচআরসি) বিবৃতির বরাতে আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলো এ খবর দিয়েছে।
যাত্রীবাহী বাসটি শনিবার রাতে উনবেরা থেকে চাগনির দিকে যাচ্ছিল। বেনিশানজুল–গুমুজ অঞ্চলের দেবাট প্রশাসনিক এলাকায় বন্দুকধারীরা সেটির গতিরোধ করে ভেতরে ঢুকে নির্বিচারে গুলিবর্ষণ করে।
এই হামলায় তাৎক্ষণিকভাবে ৩৪ জন নিহত হওয়ার খবর পাওয়া গেছে। তবে এই সংখ্যা বাড়তে পারে বলে ইএইচআরসি জানিয়েছে।
তাদের বিবৃতিতে আরো জানানো হয়, বাসে ওই হামলা ছাড়াও একই দিনে আরো তিনটি এলাকায় একই রকমের হামলার খবর পাওয়া গেছে। সেই সাথে সংঘাতকবলিত এলাকা থেকে পালিয়ে নিরাপদে আশ্রয়ে যাওয়া ব্যক্তিদের ওপরও হামলার খবর পাওয়া গেছে। গত মাসে একই ধরনের হামলায় দেশটিতে ১৫ জন নিহত হয়েছিল।
বাংলা/এসএ/