• বাংলা ডেস্ক
  • ১৭ নভেম্বর ২০২০ ১১:১৬:৫৯
  • ১৭ নভেম্বর ২০২০ ১১:১৬:৫৯
অন্যকে জানাতে পারেন: Facebook Twitter Google+ LinkedIn Save to Facebook প্রিন্ট করুন
বিজ্ঞাপন

স্পেসএক্সের রকেটে মহাকাশে ৪ নভোচারি

ছবি : সংগৃহীত

চার নভোচারীকে নিয়ে মহাকাশে পাড়ি জমিয়েছে স্পেসএক্স’র রেজিলিয়েন্স। যুক্তরাষ্ট্রের মহাকাশ গবেষণা কেন্দ্র নাসা ও বেসরকারি সংস্থা স্পেসএক্স যৌথভাবে পরিচালনা করছে এই মিশন। যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় গত রোববার সন্ধ্যায় (বাংলাদেশ সময় সোমবার সকালে) ক্যাপসুল রেজিলিয়েন্স ফ্লোরিডার কেনেডি স্পেস সেন্টার থেকে মহাকাশের পথে পাড়ি জমায়।

টানা ২৭ ঘণ্টা উর্ধ্বাকাশ ফুঁড়ে উঠতে থাকবে ক্যাপসুলটি। এটি সোমবার রাতে অর্থাৎ বাংলাদেশ সময় মঙ্গলবার সকালে মহাকাশে অবস্থান নেয়।

এই প্রথম বেসরকারিভাবে তৈরি ও পরিচালিত কোনো মহাকাশ যান মহাশূন্যে যাত্রা করলো। এতে রয়েছেন চার নভোচারি। যাদের তিনজন নাসা'র। এরা হচ্ছেন মাইকেল এস হপকিনস, শ্যানন ওয়াকার ও ভিক্টর জে গ্লোভার। অপরজন জাপানিজ মহাকাশ সংস্থা জেক্সা'র নভোচারী সোচি নোগুচি।

স্পেসএক্স'র তৈরি এই ক্যাপসুলে মহাকাশ ভ্রমণের এই মিশন দিয়ে মহাকাশ যাত্রার এক নবযুগের সূচনা হলো।

বাংলা/এসিডি

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
Page rendered in: 0.1629 seconds.