তেদরোস আধানোম গেব্রেয়াসুস। ফাইল ছবি
করোনার (কোভিড-১৯) ভ্যাকসিন আসলে সহজেই মহামারী থেকে মুক্তি পাওয়া যাবে না বলে সতর্ক করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডাব্লিউএইচও)। বিভিন্ন দেশ ও কোম্পানি যখন ভ্যাকসিন আবিষ্কারের প্রায় শেষ দিকে চলে এসেছে বলে জানাচ্ছে, ঠিক তখনই এমন সতর্কবাণী উচ্চারণ করলেন সংস্থাটির প্রধান তেদরোস আধানোম গেব্রেয়াসুস।
তবে কীভাবে স্বাভাবিক জীবন পাওয়া যাবে তার উপায় বলে দিয়েছেন গেব্রেয়াসুস। ১৬ নভেম্বর, সোমবার এই মন্তব্য করেন তিনি।
এ বিষয়ে তেদরোস আধানোম গেব্রেয়াসুস বলেন, একটি ভ্যাকসিন হাতে থাকলে অন্য সরঞ্জামগুলোর পরিপূরক হিসেবে কাজ করবে, তবে সেগুলো প্রতিস্থাপন করবে না। একটি ভ্যাকসিন একার শক্তিতে এই মহামারীকে থামাতে পারবে না।
এর অর্থ হলো- ভ্যাকসিন আবিক্ষার হলেও নিয়মিত পরীক্ষা, কন্ট্র্যাক্ট ট্রেসিং, মাস্ক-স্যানিটাইজার ব্যবহার, শারীরিকদূরত্ব ও সকল প্রকার স্বাস্থ্যবিধি মেনেই চলতে হবে।
ডাব্লিউএইচও’র প্রধান আরো বলেন, ভাইরাসটির সংক্রমণ ছড়ানোর অনেক উপায় থাকছে। তাই নজরদারি চালিয়ে যাওয়া দরকার। এছাড়াও প্রাথমিকভাবে এই ভ্যাকসিনের সরবরাহকে সীমাবদ্ধ করা হবে। অগ্রাধিকার ভিত্তিতে স্বাস্থ্যকর্মী, বয়স্ক ব্যক্তি এবং ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠীকে দেয়া হবে।
এতে করে মৃত্যুর সংখ্যা হ্রাস পাবে এবং স্বাস্থ্যসেবা ব্যবস্থা পরিস্থিতি মোকাবিলায় মানিয়ে নিতে পারবে বলেও আশা প্রকাশ করেন তেদরোস আধানোম গেব্রেয়াসুস।
বাংলা/এনএস