ছবি : সংগৃহীত
ভারতের বলিউড তারকারা নানা কারণে আলোচনায় আসেন। বর্তমানে সবচেয়ে আলোচিত নামের একটি হলো জনপ্রিয় অভিনেত্রী কঙ্গনা রনৌত। তবে এবার তিনি সবার দৃষ্টি কেড়েছেন একটি লেহেঙ্গার কারণে। তার এই লেহেঙ্গাটি নির্মাণ করতে এক বছরের অধিক সময় লেগেছে।
সম্প্রতি ভাইয়ের বিয়েত পরার জন্য ওই লেহেঙ্গাটি বানিয়েছিলেন কঙ্গনা। আর ভাইয়ের বিয়েও দিয়েছেন খুব ধুমধাম করে। এই তথ্য সামাজিক যোগাযোগ মাধ্যমে নিজেই জানিয়েছেন তিনি। এতে করে ট্রোলেরও শিকার হন তিনি। এমন খবর প্রকাশ করেছে ভারতের গণমাধ্যম সংবাদ প্রতিদিন।
নীল ও গোলাপির সংমিশ্রণে কঙ্গনার লেহেঙ্গাটি তৈরি করা হয়েছে। পোস্ট করা ভিডিওর ক্যাপশনে কঙ্গনা জানিয়েছেন, সেটি গুজরাটের বন্ধনী লেহেঙ্গা। বিলুপ্তপ্রায় একটি শিল্প। তাদের সাহায্য করতে পেরে নিজেকে ভাগ্যবতী মনে করছেন কঙ্গনা। তার জন্য লেহেঙ্গাটি তৈরি করছেন ডিজাইনার অনুরাধা ভাকিল। আর ডিজাইনার সব্যসাচী মুখোপাধ্যায়ের তৈরি করা গয়না পরেছিলেন তিনি।
ওই ভিডিও পোস্ট করার পরই টুইটারে কটাক্ষের শিকার হন কঙ্গনা। বিদ্রূপ করে একজন লিখেছেন, এই লেহঙ্গার মাধ্যমে অবশ্যই সুশান্ত সিং রাজপুত বিচার পাবেন। কেউ আবার ১৪ মাস ধরে লেহঙ্গা তৈরির সত্যতা নিয়ে প্রশ্ন তুলেছেন।
বাংলা/এনএস