ছবি : সংগৃহীত
বলিউড ছাড়িয়ে হলিউডে বসত গড়েছেন সাবেক বিশ্বসুন্দরী প্রিয়াঙ্কা চোপড়া। তার সাফল্যের দ্যুতি এখন মুম্বাই থেকে লস অ্যাঞ্জেলস হয়ে লন্ডনে ছড়িয়ে পড়ছে।
মডেলিং দিয়ে ক্যারিয়ার শুরু করা প্রিয়াঙ্কাকে ‘পজিটিভ চেঞ্জ’ কর্মসূচির অ্যাম্বাসেডর (দূত) নির্বাচিত করেছে ব্রিটিশ ফ্যাশন কাউন্সিল। আগামী বছরই নতুন দায়িত্ব পালনের জন্য লন্ডন যাচ্ছেন তিনি।
নিজ টুইটার অ্যাকাউন্টেই এই সংবাদ জানিয়েছেন প্রিয়াঙ্কা চোপড়া। নিজেই যেহেতু মডেলিং দিয়ে ক্যারিয়ার শুরু করেছিলেন, তাই ফ্যাশন ইন্ডাস্ট্রি এবং এর বদলে যাওয়া রূপ-রং সম্পর্কে তার প্রত্যক্ষ ধারণা রয়েছে।
এবার সেটিই কাজে লাগানোর সুযোগ এসেছে প্রিয়াঙ্কার সামনে। যদিও আগামী কর্মসূচি নিয়ে এখনই বিস্তারিত কিছু জানাননি তিনি। তবে জানা গেছে, ২০২০ সালের ফ্যাশন অ্যাওয়ার্ডসের আয়োজনে সক্রিয় ভূমিকা থাকছে প্রিয়াঙ্কার। আর করোনার বৈশ্বিক মহামারীর কারণে এ বছর অন্যান্য আয়োজনের মতো এটিও হতে যাচ্ছে পুরোপুরি ভার্চুয়াল প্ল্যাটফর্মে।
বাংলা/এসএ/