ছবি : সংগৃহীত
লিওনেল মেসি আগামী মৌসুমে আর বার্সায় থাকবেন না বলে শঙ্কা প্রকাশ করেছেন বার্সেলোনা এবং ব্রাজিল ফুটবলের কিংবদন্তি রিভালদো। এর আগেও বোর্ডের সঙ্গে নানা বিরোধের জেরে গত আগস্টে ক্লাব ছাড়ার ঘোষণা দিয়েছিলেন মেসি।
ইতোমধ্যে বোর্ড সভাপতি বার্তোমেউ পদত্যাগ করেছেন। নতুন কোচ হিসেবে দলের দায়িত্ব নিয়েছেন রোনাল্ড কোম্যান। বার্সেলোনায় অনেক পরিবর্তনই এসেছে। কিন্তু এসব কি মেসিকে ধরে রাখতে পারবে? এর মধ্যে করোনার কারণে বেতন কর্তনের সিদ্ধান্তের বিষয় আছে। সবমিলিয়ে মেসির সঙ্গে নতুন করে চুক্তি করা বার্সার জন্য সহজ হবে না বলেই ধারণা করছেন রিভালদো।
এ বিষয়ে রিভোলদা বলেন, বেতন কমানোর ব্যাপারে খেলোয়াড়দের সঙ্গে দর-দাম করছে বার্সেলোনা। স্কোয়াডের সবার বেতন কমানোর চেষ্টা তাদের, তবে তা অনেকেই মেনে নেয়নি। কিন্তু এসবের পর মেসির সঙ্গে নতুন করে চুক্তি করা সহজ হবে না।
তিনি আরো বলেন, অবশ্যই মেসি অন্য কোনো ক্লাব থেকে আরো ভালো প্রস্তাব পাবে। গত মৌসুম শেষে তো সে চলে যেতেই চেয়েছিল। আমি জানি না তাকে সে সিদ্ধান্ত থেকে কিভাবে ফিরিয়ে আনবে বোর্ড।
রিভোলদা আরো বলেন, যদি এই মৌসুমে চ্যাম্পিয়নস লিগ বা লা লিগা শিরোপা জেতা যায় অথবা কোম্যান দলকে দারুণ ফুটবল খেলিয়ে মেসিকে নতুন করে ভাবার উপায় করে দেন, (তবে কিছু হতে পারে)। কিন্তু দুর্ভাগ্যজনক ব্যাপার হলো, শঙ্কা হচ্ছে, এটাই বোধ হয় ক্লাবে মেসির শেষ মৌসুম।
বাংলা/এনএস