evaly
  • বিদেশ ডেস্ক
  • ২০ নভেম্বর ২০২০ ১৫:০৩:১০
  • ২০ নভেম্বর ২০২০ ১৫:০৩:১০
অন্যকে জানাতে পারেন: Facebook Twitter Google+ LinkedIn Save to Facebook প্রিন্ট করুন
বিজ্ঞাপন

ভারতে মর্মান্তিক দুর্ঘটনা, শিশুসহ নিহত ১৪

ছবি : সংগৃহীত

ভারতে সড়ক মর্মান্তিক দুর্ঘটনায় ছয়টি শিশুসহ অন্তত ১৪ জন নিহত হয়েছেন। ১৯ নভেম্বর, বৃহস্পতিবার বেলা পৌনে ১২টার দিকে দেশটির উত্তরপ্রদেশের প্রতাবগড়ে রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা একটি ট্রাকের পেছন মাহেন্দ্র এসে ধাক্কা দিলে এই হতাহতের ঘটনা ঘটে।

এ ঘটনায় এসইউভিতে থাকা সব যাত্রী নিহত হয়েছেন। এছাড়াও বেশ কয়েকজন আহত হয়েছেন। এমন খবর প্রকাশ করেছে ভারতের সংবাদমাধ্যম এনডিটিভি।

ওই খবরে বলা হয়, নিহত শিশুদের বয়স ৭ থেকে ১৫ বছরের মধ্যে হবে। আর বাকি আট নিহতদের সবাই পুরুষ, যাদের বয়স ২০ থেকে ৬০ বছর পর্যন্ত।

দুর্ঘটনার ছবিতে দেখা গেছে, ট্রাকের পেছন দিয়ে ভেতরে ঢুকে যাওয়া মাহিন্দ্র বোলেরো গাড়িটি টেনে বের করা হয়েছে। এটি একেবারে দুমড়েমুচড়ে গেছে।

এ বিষয়ে এলাকার পুলিশ সুপার অনুরাগ আরিয়া জানান, চাকা পাংচার হওয়ার কারণে ট্রাকটি রাস্তার পাশে দাঁড় করানো হয়। তখন এসইউভি এসে সেটির পেছনের দিকে ধাক্কা দেয়। বিধ্বস্ত ওই গাড়িটি ট্রাকের নিচ থেকে বের করে নিয়ে আসা হয়েছে। হতাহতদের পরিবারকে সব ধরনের সহায়তা করা হবে বলেও জানিয়েছেন তিনি।

বাংলা/এনএস

বিজ্ঞাপন

আপনার মন্তব্য

Page rendered in: 0.0849 seconds.