ছবি : সংগৃহীত
গিলেড সায়েন্সেসের সম্ভাব্য করোনার (কোভি-১৯) ভ্যাকসিন রেমডিসিভির’র ব্যবহারে নিষেধাজ্ঞা জারি করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডাব্লিউএইচও)। এর আগে করোনার সম্ভাব্য ভ্যাকসিন হিসেবে রেমডিসিভির’র নাম উঠে এসেছিল। ২০ নভেম্বর, শুক্রবার এক বিবৃতিতে এই তথ্য জানায় সংস্থাটি।
ডাব্লিউএইচও’র একটি প্যানেল জানায়, করোনা রোগীদের চিকিৎসায় ‘রেমডিসিভির’ ব্যবহার করা যাবে না। কারণ, এই ওষুধ ব্যবহারে করোনায় মৃত্যুর হার কমেছে বা রোগীদের ভেন্টিলেশনের প্রয়োজন কমেছে- এমন কোনো প্রামাণ্য তথ্য নেই। এছাড়াও এই ওষুধে করোনা রোগীদের সংক্রমণও কমছে না।
বিশ্বের ৩০টিরও বেশি দেশের ১১ হাজার ২৬৬ জন করোনা রোগীর ওপর সমীক্ষা চালানোর পর এই সিদ্ধান্তে পৌঁছেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা।
এর আগে মার্কিন গবেষকরা দাবি করেছিলেন, অ্যান্টিভাইরাল ড্রাগ রেমডেসিভির মানব শরীরে করোনার বংশবৃদ্ধি রুখতে সাহায্য করছে। চিকিৎসকদের একাংশের দাবি, এই ওষুধ রোগীর ফুসফুসে সংক্রমণ রুখতে সাহায্য করে। এতে করে করোনা রোগীদের মৃত্যুর হারও কমেছে।
এরপর অনেক দেশেই এই অ্যান্টি–ভাইরাল ড্রাগটি ব্যবহার করা হচ্ছিল। তবে এবার ডাব্লিউএইচও জানিয়ে দিলো এই ওষুধ আর ব্যবহার করা যাবে না।
বাংলা/এনএস