মুর্শিদা খাতুন হ্যাপি। ছবি : সংগৃহীত
বাংলাদেশ জাতীয় নারী ক্রিকেট দলের সম্ভাবনাময় ক্রিকেটার মুর্শিদা খাতুন হ্যাপি। দেশের সীমা ছাড়িয়ে তিনি এখন আন্তর্জাতিক তারকা বনে গেছেন। সম্প্রতি ২০ জন নারী ক্রিকেটারের একটি তালিকা তৈরি করেছে জনপ্রিয় ক্রিকেট ওয়েবসাইট ক্রিকইনফো। এই তালিকায় রয়েছেন বাংলাদেশের হ্যাপিও।
এই ২০ নারী ক্রিকেটারকেই ভবিষ্যতের তারকা মনে করা হচ্ছে। যারা আগামী এক দশক ক্রিকেট দুনিয়া শাসন করতে পারেন।
২০১৮ সালে দক্ষিণ আফ্রিকা সফরে জাতীয় দলের হয়ে অভিষেক হয়েছে হ্যাপি। এর মধ্যেই ৫টি একদিনের আন্তর্জাতিক ম্যাচ এবং ১০টি টি-টোয়েন্টি ম্যাচ খেলেছেন তিনি। এ বছর টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতের বিপক্ষে দুর্দান্ত খেলেছিলেন তিনি। ওই ম্যাচেই আলোচিত হয়েছিলেন হ্যাপি।
ক্রিকইনফোর সম্ভাবনাময় ২০ তারকার মধ্যে স্থান পাওয়ায় অনেক খুশি হয়েছেন মুর্শিদা খাতুন হ্যাপি। এটাকে দেশের ক্রিকেটের জন্য ভালো খবর হিসেবেও উল্লেখ করেন তিনি।
এ বিষয়ে হ্যাপি বলেন, যারা এ তালিকাটি করেছেন তারা সবাই কিংবদন্তি। আমাকে এখন আরো পরিশ্রম করতে হবে, ভালো খেলতে হবে। বিশেষজ্ঞ প্যানেল আমাকে নিয়ে প্রত্যাশা করছে, এখন তাদের প্রত্যাশানুযায়ী পারফরম্যান্স করতে হবে। এই প্রাপ্তি যেমন অনুপ্রেরণা, তেমন চ্যালেঞ্জও।
বাংলা/এনএস