• নিজস্ব প্রতিবেদক
  • ২২ নভেম্বর ২০২০ ১১:০৮:০৮
  • ২২ নভেম্বর ২০২০ ১১:০৮:০৮
অন্যকে জানাতে পারেন: Facebook Twitter Google+ LinkedIn Save to Facebook প্রিন্ট করুন
বিজ্ঞাপন

ভাই রুদ্রের মতো অকালেই চলে গেলেন হিমেল বরকত

ছবি : সংগৃহীত

বড় ভাই কবি রুদ্র মুহম্মদ শহীদুল্লাহ’র মতো অকালেই ‍মৃত্যুবরণ করেছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) বাংলা বিভাগের অধ্যাপক ও কবি হিমেল বরকত (৪২)।

আজ ২২ নভেম্বর, রবিবার ভোররাত সাড়ে ৪টার দিকে রাজধানীর ইব্রাহিম কার্ডিয়াক হাসপাতালে তিনি মৃত্যুবরণ করেন।

এর আগে গতকাল ২১ নভেম্বর, শনিবার বেলা সাড়ে ১১টার দিকে বাসা থেকে অনলাইনে ক্লাস নেয়ার সময় হৃদরোগে আক্রান্ত হন হিমেল বরকত। পরে তাকে দ্রুত হাসপাতালে ভর্তি করা হয়।

তারভগ্নিপতি মাহমুদ হাসান জানান, হিমেলের রক্তচাপ কমে গিয়েছিল। চিকিৎসকরা চেষ্টা করেও সেটা বাড়াতে পারেননি। হাসপাতালে আসার পর আরো দুবার হার্টঅ্যাটাক হয় হিমেলের।

অবস্থার অবনতি হওয়ায় তাকে নেয়া হয় লাইফ সাপোর্টে। এরপরই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।

বাংলা/এসএ/

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
Page rendered in: 0.1597 seconds.