evaly
  • বিনোদন ডেস্ক
  • ২২ নভেম্বর ২০২০ ১২:০৮:২৫
  • ২২ নভেম্বর ২০২০ ১২:০৮:২৫
অন্যকে জানাতে পারেন: Facebook Twitter Google+ LinkedIn Save to Facebook প্রিন্ট করুন
বিজ্ঞাপন

বিনোদনজগতকে বিদায় জানিয়ে মৌলানার বধূ হলেন সানা

ছবি : সংগৃহীত

গত অক্টোবরেই বিনোদনজগতকে বিদায় জানিয়েছিলেন বলিউড অভিনেত্রী সানা খান। এবার জীবনের নতুন ইনিংস শুরু করেছেন বিগবসখ্যাত এই প্রাক্তন ফিল্মি তারকা। অনেকটা চুপিসারেই গুজরাটের সুরাটের বাসিন্দা মৌলানা মুফতি আনাসের সাথে গাঁটছড়া বেঁধেছেন সানা।

বিগবসের ষষ্ঠ সিজনে তারকাখ্যাতি পান তিনি। এরপর ‘‌ওয়াজা তুম হো’‌, ‘‌জয় হো’র মতো বলিউডি সিনেমা দিয়ে বিনোদনজগতে নিজের অবস্থান পাকা করেন সানা। পরবর্তীতে তাকে দেখা যায় দক্ষিণ ভারতীয় কয়েকটি ভাষার সিনেমায়।

গত ফেব্রুয়ারিতেই বয়ফ্রেন্ডের সঙ্গে সম্পর্ক ভেঙে যাওয়ার পর বেশ কিছুদিন অবসাদেও ভুগেছিলেন সানা। এরপর বিনোদনজগত ছাড়ার সিদ্ধান্ত নেন সানা।

গত অক্টোবরে নিজের এই সিদ্ধান্তের কথা জানিয়ে তিনি লিখেছিলেন, ‘আমি বিনোদন দুনিয়াকে বিদায় জানাচ্ছি। এই তারকা জীবনযাত্রা থেকে আমি সবসময়ের মত দূরে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছি। মানবতার সেবা করতে আমি আমার স্রষ্টার আদেশ অনুসরণ করার সংকল্প করেছি। সমস্ত ভাইবোনকে অনুরোধ করাছি আমার জন্য প্রার্থনা করার। আল্লাহর আমার অনুশোচনা কবুল করুন এবং আমার সৃষ্টিকর্তার হুকুম মেনে মানবতার সেবায় জীবন কাটানোর দৃঢ় সংকল্প করেছি। সৃষ্টিকর্তা আমায় বেঁচে থাকার সত্যিকারের উদ্দেশ্য দান করুন এবং আমাকে এই কাজ করার জন্য অধ্যবসায় দান করুন। পরিশেষে, সমস্ত ভাইবোনদের অনুরোধ করছি, এখন থেকে কোনও বিনোদন ক্ষেত্রের কোনো বিষয় নিয়ে আমার সঙ্গে কেউ কথা বলতে আসবেন না।’

এর কয়েক মাসের মধ্যেই এলো তার বিয়ের সংবাদ। সম্প্রতি ভাইরাল হওয়া ছবি ও ভিডিওতে সানাকে কনে এবং মুফতিকে বরের বেশে দেখা যায়। দু’‌জনকে একসাথে মিলে কেক কাটতেও দেখা যায়। তাতে আবার লেখা, ‘‌নিকাহ মুবারক’।‌

ভিডিওটি প্রকাশের সাথে সাথেই কমেন্টের বন্যা বয়ে যায়। ভক্তরা দু’‌জনকেই শুভেচ্ছা জানান। কেউ কেউ আবার তার এহেন সিদ্ধান্তে অবাক হয়েছেন। যদিও এই অভিনেত্রীর পক্ষ থেকে এখনো সংবাদমাধ্যমকর্মীদের এ বিষয়ে কিছু জানানো হয়নি।

বাংলা/এসএ/

বিজ্ঞাপন

আপনার মন্তব্য

Page rendered in: 0.0948 seconds.