ফাইল ছবি
অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের ভ্যাকসিন করোনাভাইরাস (কোভিড-১৯) প্রতিরোধে ৭০ শতাংশ কার্যকরী। তবে ফাইজার ও মডার্নার ভ্যাকসিন ৯৫ শতাংশ কার্যকর। ভ্যাকসিনটির দীর্ঘ ট্রায়াল পরিচালনার পর এই তথ্য জানিয়েছে অক্সফোর্ডের গবেষকগণ।
তবে এই সাফল্যকে হতাশাজনক বলেও উল্লেখ করেন গবেষকরা। কারণ, ইতোমধ্যে নিজেদের ভ্যাকসিন ৯৫ শতাংশ কার্যকরী বলে ঘোষণা করেছে ফাইজার ও মডার্না। সেই তুলোনায় অক্সফোর্ডের ভ্যাকসিন মাত্র ৭০ শতাংশ সফল। এমন খবর প্রকাশ করেছে সংবাদমাধ্যম বিবিসি।
তবে ফাইজার ও মডার্নার চেয়ে অক্সফোর্ডের ভ্যাকসিনের দাম অনেক কম। এছাড়াও সহজে সংরক্ষণযোগ্য হওয়ায় একটি সহজেই পৃথিবীর সবখানে পৌঁছানো সম্ভব। তাই রেগুলেটরি কমিটি এই ভ্যাকসিনটির অনুমোদন দিলে করোনা প্রতিরোধে তা গুরুত্বপূর্ণ ভূমিকাই পালন করবে বলে মনে করা হচ্ছে।
যুক্তরাজ্য ও ব্রাজিলে প্রায় ২০ হাজার স্বেচ্ছাসেবীর মাধ্যমে ভ্যাকসিনটির পরীক্ষা চালানো হয়। এর মধ্যে যারা ভ্যাকসিনের দুটি ডোজ নেয় তাদের মধ্যে ৩০ জন করোনা আক্রান্ত হন এবং যারা ‘ডামি ইনজেকশন’ নেয় তাদের মধ্যে ১০১ জন করোনা সংক্রমিত হন। গবেষকরা জানান, ফলাফলে দেখা যায় করোনার সংক্রমণ প্রতিরোধে এটি ৭০ শতাংশ পর্যন্ত কার্যকর।
গবেষকরা এ ভ্যাকসিনটি ডেভেলপ করতে ১০ মাসের মতো সময় নেয়। যুক্তরাজ্য সরকার ১০ কোটি অক্সফোর্ডের টিকার প্রি-অর্ডার করেছে যা ৫ কোটি মানুষকে দেয়া সম্ভব।
বাংলা/এনএস