• বিনোদন প্রতিবেদক
  • ২৩ নভেম্বর ২০২০ ১৯:৩৬:২৬
  • ২৩ নভেম্বর ২০২০ ১৯:৩৭:০৪
অন্যকে জানাতে পারেন: Facebook Twitter Google+ LinkedIn Save to Facebook প্রিন্ট করুন
বিজ্ঞাপন

অপূর্বকেই উত্ত্যক্ত করছেন সাবিলা!

ছবি : সংগৃহীত

সাধারণত ইভ টিজিং বা উত্ত্যক্ত করার কাজটি ছেলেরাই করে থাকেন। যার ভুক্তভোগী হন মেয়েরা। এমনটাই সব সময় ঘটে সমাজে। কিন্তু ব্যাপারটা যদি একটি উল্টো হতো? হ্যাঁ, অবাক শোনালেও এবার সেই দৃশ্যই দেখা মিলবে, যেখানে মেয়েরা উত্ত্যক্ত করছে ছেলেদের।

শুধু তাই নয়, বিয়ের জন্য ছেলেকে বাসায় দেখতে আসছে মেয়ে পক্ষ। আবার ছেলেরা ম্যানেজ করছে সংসার, স্ত্রীরা করছেন অফিস। ‘এক্সচেঞ্জ’ নামের একটি নাটকে এমন গল্প তুলে ধরেছেন মেজবাহ উদ্দীন সুমন। আর নাটকটি নির্মাণ করেছেন রুবেল হাসান।  

নাটকটির প্রধান দুই চরিত্রে অভিনয় করেছেন জিয়াউল ফারুক অপূর্ব ও সাবিলা নূর। নাটকটি প্রযোজনা করেছেন এসকে সাহেদ আলী পাপ্পু।

২৩ নভেম্বর, সোমবার বিকাল ৪টায় প্রযোজনা প্রতিষ্ঠান সিএমভি’র ইউটিউব চ্যানেলে নাটকটি উন্মুক্ত করা হয়। সেখানে দেখা যায়, সাবিলা নূর তার বন্ধুদের নিয়ে রাস্তায় উত্ত্যক্ত করছেন অপূর্বকে!

এই নাকটির নির্মাতা রুবেল হাসান বলেন, এটা মূলত ইভ টিজিংয়ের প্রতিবাদস্বরূপ নির্মাণ করা হয়েছে। ছেলেরা যেভাবে প্রতিনিয়ত মেয়েদের উত্যক্ত করে, সেটি থেকে উত্তরণের পথ দেখানোর চেষ্টা করা হয়েছে। ছেলেরা যেন মেয়েদের কষ্টটা অনুভব করতে পারে, এটাই চাওয়া।

এ বিষয়ে সাবিলা নূর বলেন, ইভ টিজিংয়ের বিরুদ্ধে এই নাটকটি প্রতীকী প্রতিবাদের মতো। আমার বিশ্বাস, নাটকটি দেখার পর কোনো ছেলে বা পুরুষ কখনো আর কোনো মেয়েকে উত্ত্যক্ত বা টিজ করবে না। তবেই আমাদের পরিশ্রম সার্থক হবে।

বাংলা/এনএস

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
Page rendered in: 0.1497 seconds.