ফাইল ছবি
এবার বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) সভাপতি কাজী মোহাম্মদ সালাউদ্দিনের শরীরে নভেল করোনাভাইরাস (কোভিড-১৯) শনাক্ত হয়েছে। গত ২৪ নভেম্বর, মঙ্গলবার রাতে নমুনা জমা দেয়ার পর গতকাল ২৫ নভেম্বর, বুধবার রাতে ফলাফল পজিটিভ এসেছে।
বিষয়টি নিশ্চিত করে বাফুফের সাধারণ সম্পাদক আবু নাঈম সোহাগ বলেন, 'শারীরিকভাবে অসুস্থতা বোধ করলে মঙ্গলবার কোভিড টেস্ট করান কাজী সালাউদ্দিন। বুধবার রাতে ফল পাওয়া গেছে। পজিটিভ এসেছে।’
বাফুফে সূত্র জানায়, আপাতত চিকিৎসকের পরামর্শে নিজ বাসায় থেকে তিনি চিকিৎসা নিচ্ছেন।
এর আগে সংবাদমাধ্যমে নিজের শারীরিক অসুস্থতার কথা জানিয়েছিলেন কাজী সালাউদ্দিন। যে কারণে প্রয়াত ফুটবলার বাদল রায়কে শেষবারের মতো দেখতে যেতে পারেননি তিনি।
এদিকে আগামী ৪ ডিসেম্বর বাংলাদেশ দল বিশ্বকাপ ও এশিয়ান বাছাই ম্যাচ খেলবে এশিয়ান চ্যাম্পিয়ন কাতারের বিপক্ষে। ওই ম্যাচ দেখতে কাতার যাওয়ার কথা ছিল কাজী সালাউদ্দিনের। কিন্তু করোনায় আক্রান্ত হওয়ায় বিষয়টি অনিশ্চিত হয়ে গেছে।
বাংলা/এসএ/