ফাইল ছবি
দেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে (কোভিড-১৯) আক্রান্ত হয়ে আরো ৩৭ জন মারা গেছেন। এ পর্যন্ত মারা গেলেন ৬ হাজার ৫২৪ জন। নতুন করে করোনা রোগী শনাক্ত হয়েছেন ২ হাজার ২৯২ জন। এ পর্যন্ত শনাক্ত হলেন ৪ লাখ ৫৬ হাজার ৪৩৮ জন।
আজ ২৬ নভেম্বর, বৃহস্পতিবার বিকালে গণমাধ্যমের কাছে পাঠানো অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় স্বাস্থ্য অধিদপ্তর।
ওই বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় সারাদেশে ১৭ হাজার ৫২টি নমুনা পরীক্ষা করা হয়েছে। এর মধ্যে ২ হাজার ২৯২ জন শনাক্ত হয়েছেন। এছাড়াও গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছে ২ হাজার ২৭৪ জন। এ পর্যন্ত সুস্থ হয়েছেন ৩ লাখ ৭১ হাজার ৪৫৩ জন।
এদিকে ওয়ার্ল্ডোমিটার’র তথ্য মতে, আজ বৃহস্পতিবার সকাল সাড়ে ৮টা পর্যন্ত সারা পৃথিবীতে করোনায় আক্রান্ত বেড়ে ৬ কোটি ৭ লাখ ১৫ হাজার ৭১৯ জনে দাঁড়িয়েছে। এদের মধ্যে ১৪ লাখ ২৬ হাজার ৭৩৪ জন ইতোমধ্যে মৃত্যুবরণ করেছেন। বিপরীতে সুস্থ হয়ে উঠেছেন ৪ কোটি ২০ লাখ ২৮ হাজার ২৪১ জন। বর্তমানে চিকিৎসাধীন আছেন ১ কোটি ৭২ লাখ ৬০ হাজার ৭৪৪ জন করোনারোগী, যাদের মধ্যে ১ লাখ ৩ হাজার ৯৩৩ জনের অবস্থা গুরুতর।
বাংলা/এনএস