হালিমা আদেন। ছবি : সংগৃহীত
ধর্মীয় দৃষ্টিভঙ্গীর কারণে মডেলিং ছেড়ে দিবেন মার্কিন মডেল হালিমা আদেন (২৩)। এটি তার ধর্মীয় বিশ্বাসের সঙ্গে সঙ্গতিপূর্ণ না হওয়ার কারণেই এই সিদ্ধান্ত নিয়েছেন তিনি। এর আগে ফ্যাশন ম্যাগাজিন ভোগের ব্রিটিশ ও আরবি সংস্করণে প্রচ্ছদে দেখা গেছে হালিমাকে।
এ বিষয়ে অনেকের কাছ থেকে সমর্থন পাচ্ছেন বলেও জানিয়েছেন হালিমা। সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রামে এই তথ্য জানান তিনি। এমন খবর প্রকাশ করেছে বিবিসি।
মডেলিং ছেড়ে দেয়ার বিষয়ে হালিমা আদেন বলেন, যে কাজটি তিনি করছিলেন সেটি তার তার ধর্মীয় বিশ্বাসের সাথে সঙ্গতিপূর্ণ নয়।
ইনস্টাগ্রামে হালিমা লিখেছেন, করোনার মহামারীর এই সময়টা তাকে একজন মুসলিম নারী হিসেবে তার মূল্যবোধ সম্পর্কে ভাবনার সময় দিয়েছে। ‘হিজাবি’ নারী হয়ে তাকে অমসৃণ পথ পাড়ি দিতে হয়েছে বলেও উল্লেখ করেন তিনি।
কেনিয়ার একটি শরণার্থী শিবিরে সোমালি বাবা-মায়ের ঘরে হালিমার জন্ম হয়। পরে ছয় বছর বয়সে যুক্তরাষ্ট্রে যান তিনি। ১৮ বছর বয়সে মিস মিনেসোটা ইউএসএ প্রতিযোগিতায় অংশ গ্রহণ করেন তিনি। এ সময়ই আন্তর্জাতিক মডেলিং এজেন্সি আইএমজির নজরে পড়েন তিনি। এই ধরনের প্রতিযোগিতায় হিজাব পরা প্রথম নারী তিনিই।
বাংলা/এনএস