• বিনোদন প্রতিবেদক
  • ২৭ নভেম্বর ২০২০ ১৭:৩৩:১০
  • ২৭ নভেম্বর ২০২০ ১৭:৩৩:১০
অন্যকে জানাতে পারেন: Facebook Twitter Google+ LinkedIn Save to Facebook প্রিন্ট করুন
বিজ্ঞাপন

বনানী কবরস্থানে শায়িত হলেন আলী যাকের

আলী যাকের। ছবি : সংগৃহীত

রাজধানী ঢাকার বনানী কবরস্থানে চিরনিদ্রায় শায়িত হলেন বরেণ্য অভিনেতা ও একুশে পদকপ্রাপ্ত নাট্য ব্যক্তিত্ব আলী যাকের। ২৭ নভেম্বর, শুক্রবার বিকেল ৪টা ৩৫ মিনিটের দিকে তার দাফন সম্পন্ন হয়। অভিনেতা ফারুক আহমেদ গণমাধ্যমের কাছে এই তথ্য নিশ্চিত করেন।

এর আগে আগারগাঁওয়ের মুক্তিযুদ্ধ জাদুঘর প্রাঙ্গণে আলী যাকেরের মরদেহ রাখা হয়। সেখানে তাকে রাষ্ট্রীয় সম্মান জানানো হয়। এ সময় বন্ধু, স্বজন, সহকর্মী ও বিভিন্ন সংগঠন তাকে শেষ বিদায় জানায়।

এরপর দুপুর ১টার দিকে আলী যাকেরের কর্মস্থল বিজ্ঞাপনী সংস্থা এশিয়াটিক’র অফিসে তার মরদেহ নিয়ে যাওয়া হয়। সেখানে কিছুক্ষণ রেখে নিয়ে যাওয়া হয় বনানী গোরস্থান মসজিদে। বাদ আসর জানাজা শেষে দাফনের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়।

প্রসঙ্গত, শুক্রবার ভোর ৬টা ৪০ মিনিটে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান আলী যাকের। দীর্ঘ চার বছর ধরে ক্যানসারে ভুগছিলেন তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৬ বছর।

বাংলা/এনএস

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
Page rendered in: 0.1479 seconds.