কারিনা কাপুর। ফাইল ছবি
সামাজিক যোগাযোগমাধ্যমে তারকাদের নিয়ে সমালোচনা এখন স্বাভাবিক ব্যাপার হয়ে দাঁড়িয়েছে। অনেকেই এসব নিয়ে খুব একটা রা করেন না। আবার কেউ কেউ সোচ্চারও হন। এবার সামাজিক মাধ্যমে ট্রলকারীদের নিয়ে মুখ খুলেছেন বলিউডের জনপ্রিয় অভিনেত্রী কারিনা কাপুর।
ঘরে অলস বসে থাকা মানুষরাই সামাজিক মাধ্যমে ট্রল করেন বলে মন্তব্য করেছেন কারিনা। সম্প্রতি ভারতের একটি শীর্ষস্থানীয় সংবাদমাধ্যমে দেয়া সাক্ষাৎকারে এই মন্তব্য করেন তিনি।
এ বিষয়ে কারিনা বলেন, যাদের ঘরে বসে কিছু করার থাকে না, তারাই সামাজিক যোগাযোগমাধ্যমে নানা বিষয় নিয়ে ট্রল করতে ব্যস্ত থাকে। করোনার লকডাউনে সেই সংখ্যা আরো বেড়েছে বলেও জানান তিনি।
তিনি আরো বলেন, বেশিরভাগ মানুষের বাইরে কোনো কাজ নেই। তাই ঘরে বসেই সারাদিন কাটাচ্ছেন তারা। এ কারণে এই অলস সময়ে অন্যদের নিয়ে মজার ট্রল করতে ব্যস্ত আছেন। বর্তমানে মিডিয়ার অনেক অভ্যন্তরীণ বিষয় নিয়ে বেশি আলোচনা হয়। মানুষকে যার যার জায়গায় সুখে থাকা উচিত বলেও উল্লেখ করেন তিনি।
বাংলা/এনএস