শবনম ফারিয়া। ছবি : সংগৃহীত
বিয়ের এক বছর নয় মাসের মাথায় সংসার ভাঙলো দেশের জনপ্রিয় অভিনেত্রী শবনম ফারিয়ার। ২৮ নভেম্বর, শুক্রবার হারুন অর রশীদ অপুর সঙ্গে শবনম ফারিয়ার বিচ্ছেদ হয়। অভিনেত্রী নিজেই তার বিবাহ বিচ্ছেদের খবর গণমাধ্যমের কাছে নিশ্চিত করেন।
জানা গেছে, বিয়ের এক বছর যেতে না যেতেই হারুন ও শবনমের মধ্যকার সম্পর্ক শিথিল হতে শুরু করে। একপর্যায়ে তারা আলাদা থাকা শুরু করেন। এমতাবস্তায় এক বছর নয় মাসের মাথায় তারা পাকাপাকিভাবে বিবাহ বিচ্ছেদ ঘটালেন।
এ বিষয়ে শবনম ফারিয়া জানান, ভালোবেসে বিয়ে করলেও আর একসঙ্গে থাকা সম্ভব হলো না। তাই উভয় ভালো থাকার জন্যই আলাদা হওয়া। আমাদের কারো প্রতি কোন অভিযোগ নেই। শুধু উভয় ভালো থাকার জন্যই এমন সিদ্ধান্ত নেয়া হয়েছে।
প্রসঙ্গত, ২০১৯ সালের ১ ফেব্রুয়ারি বেসরকারি চাকুরীজীবী হারুন অর রশীদ অপুকে বিয়ে করেন শবনম ফারিয়া। ২০১৫ সালে ফেসবুকের মাধ্যমে তাদের পরিচয় হয়। পরে বন্ধুত্ব থেকে প্রেমের সম্পর্ক হয়। এরপর ২০১৮ সালের ফেব্রুয়ারিতে তাদের মধ্যে আংটিবদল হয়। পরের বছর হয় বিয়ে।
বাংলা/এনএস