বেঞ্জামিন নেতানিয়াহু। ফাইল ছবি
সব নারী ও শিশুকে পশুর সঙ্গে তুলনা করেছেন ইসরাইলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। একই সঙ্গে তাদের প্রত্যেকেরই অধিকার আছে বলেও মন্তব্য করেছেন তিনি। নেতানিয়াহুর এমন মন্তব্যের পর দেশটিতে তীব্র প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে।
‘ইন্টারন্যাশনাল ডে ফর দ্য এলিমিনেশন অব ভায়োলেন্স এগেইনস্ট উইমেন বা নারীদের বিরুদ্ধে সহিংসা দূরীকরণ’ বিষয়ক আন্তর্জাতিক দিবসে এই বিতর্কিত মন্তব্য করেন নেতানিয়াহু। ২৫ নভেম্বর, বুধবার এই দিবস উপলক্ষে দেশটির আইনসভায় এই বক্তব্য দেন তিনি। এমন খবর প্রকাশ করেছে টাইমস অব ইসরায়েল।
এ বিষয়ে নেতানিয়াহু বলেন, নারীরা কারো সম্পদ নয়। কোনো পশু নয় যে, তাদের ওপর অত্যাচার করা যাবে। নারীরা কোনো জানোয়ার নয় যে, তাকে কেউ পেটাতে পারে। এখন আমরা জানোয়ারদেরকেও আঘাত করতে নিষেধ করি। আমরা জানি, পশুদেরও বোধবুদ্ধি, চেতনা, অনুভূতি রয়েছে। সুতরাং পশুদের প্রতি যদি আমাদের সমবেদনা থাকে-সব নারীই পশু, সব শিশুও পশু। তবে তাদের প্রত্যেকেরই অধিকার রয়েছে।
এ সময় নেতানিয়াহুর স্ত্রী সারা এবং নারী সংগঠনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
নেতানিয়াহুর এ মন্তব্য দেশেই নয় ও আন্তর্জাতিক অঙ্গনেও সমালোচনার ঝড় উঠেছে। একটি দেশের প্রধানমন্ত্রী কীভাবে পশুদের সঙ্গে নারীদের তুলনা করতে পারলেন, সেই প্রশ্ন তুলে অনেকেই নেতানিয়াহুর সমালোচনা করছেন।
বাংলা/এনএস