ছবি : সংগৃহীত
শাওমি একটি চাইনিজ ইলেক্ট্রনিক্স প্রযুক্তি সংস্থা যা ২০১১ সালে প্রথম আত্মপ্রকাশ করে। মূলত চিনের স্মার্ট ফোন সংস্থা হিসেবে এদের ব্যাপক পরিচিতি থাকলেও তাদের পণ্যের পরিসীমা স্মার্টফোন, মোবাইল অ্যাপস, ল্যাপটপ এবং রাউটারগুলির পর্যন্ত বিস্তুত। তবে শাওমি তাদের পণ্যের তালিকায় রাউটার তুলনামূলক খুব দেড়িতে নিয়ে আসলেও খুব অল্প সময়েই বিশ্বজুড়ে তা আলোড়ন ফেলে দেয়।
শাওমি রাউটার গুলো এত জনপ্রিয়তার পিছনে মূল কারণ হিসেবে ধরা হয় অসাধারণ লুকস পাশাপাশি দুর্দান্ত সব কনফিগারেশন। কনফিগারেশনের ও লুকস এর সাথে এদের দামের কিম্বনেশন সত্যি অসাধারণ এবং দীর্ঘ সময় পর্যন্ত বাজারে পাওয়া যাওয়ার মত বৈশিষ্ট্যগুলো এটিকে সেরাদের কাতারে নিয়ে এসেছে।
এছাড়াও আমরা সকলেই জানি শাওমি হচ্ছে প্রযুক্তি জায়েন্ট; শুধু চায়নাই নয় পুরো বিশ্বের অন্যতম বৃহত্তম প্রযুক্তি প্রতিষ্ঠান হচ্ছে শাওমি তাই তারা তাদের বাজার ধরে রাখার জন্য সবসময় নিত্য নতুন প্রযুক্তি সংযোজন করে যাচ্ছে তাদের পণ্যগুলোতে। এক মাত্র তারাই প্রযুক্তি নিয়ে সবচেয়ে বেশি আপডেট থাকে তাই তো এদের পণ্যগুলো সবই নিত্য নতুন প্রযুক্তি ও সুবিধা সমৃদ্ধ থাকে।
অন্যান্য সব রাউটার থেকে শাওমির রাউটারগুলো বেশি টেকসই এছাড়াও এদের রেঞ্জ, ওয়াইফাই সেবা, প্রসেস সক্ষমতা, ক্যাবল, এন্টেনা ইত্যাদি তুলনা মূলক বেশি উন্নত। এছাড়াও এক মাত্র শাওমিই হয়ত সর্বাধিক মডেল নিয়ে বাজার পরিচালনা করছে তাই আপনি আপনার জন্য চয়েজ করার মত অনেকগুলো ভেরিয়েন্ট পাবেন। যেমন ছোট, বড়, দামী কিংবা কম দামী, অফিসের জন্য অথবা বাসার জন্য ইত্যাদির জন্য আলাদা আলাদা বাছাই করতে পারবেন।
বর্তমান বাজারে বিভিন্ন মডেলের শাওমি রাউটার পাওয়া যায়। শাওমি রাউটারের দাম অনলাইন থেকে যেমন বিডিস্টল.কম থেকে বর্তমান বাজার দাম জানা যাবে।