• বিদেশ ডেস্ক
  • ৩০ নভেম্বর ২০২০ ১২:০৬:৩৫
  • ৩০ নভেম্বর ২০২০ ১৪:০২:০৪
অন্যকে জানাতে পারেন: Facebook Twitter Google+ LinkedIn Save to Facebook প্রিন্ট করুন
বিজ্ঞাপন

নাইজেরিয়ায় আরো ৭০ কৃষিশ্রমিককে গলা কেটে হত্যা

ছবি : সংগৃহীত

নাইজেরিয়ার ধানক্ষেতে কর্মরত আরো অন্তত ৭০ কৃষিশ্রমিকের মরদেহ উদ্ধার করা হয়েছে। গতকাল ২৯ নভেম্বর, রবিবার স্থানীয় কর্মকর্তাদের বরাতে জাতিসংঘ এ তথ্য জানায়। আগের দিনই ৪৩ জনের লাশ উদ্ধা করা হয়েছি। এদের সকলকেই হাত-পা বেঁধে গলা কেটে হত্যা করা হয়েছে। এ ঘটনায় জঙ্গিগোষ্ঠী বোকো হারামের দিকে অভিযোগের আঙ্গুল উঠেছে।

গত ২৮ নভেম্বর, শনিবার দেশটির উত্তর-পূর্বাঞ্চলীয় কশোবি জামারমারি নামে একটি গ্রামে এ ঘটনা ঘটে। এই ঘটনায় আহত আরো বেশ কয়েকজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। এছাড়া জঙ্গিরা আরো কয়েকজন শ্রমিককে অপহরণ করে নিয়ে গেছে।

স্থানীয়দের বরাতে জাতিসংঘের মানবিক কর্মসূচির সমন্বয়ক এডওয়ার্ড ক্যালোন জানান, ভারী অস্ত্রশস্ত্র নিয়ে জঙ্গিরা মোটরসাইকেলে করে ওই এলাকায় হানা দেয়। তারা ক্ষেতে কর্মরত নারী ও পুরুষদের  একযোগে হত্যা করে। এসময় অনেক নারীকেও অপহরণ করে নিয়ে যায় সন্ত্রাসীরা।

তিনি জানান, এই হামলায় কমপক্ষে ১১০ জন বেসামরিক মানুষ নিহত হয়েছেন এবং আরো অনেকে আহত হয়েছেন।

চলতি বছরের মধ্যে এটিই নিরাপরাধ নারী ও পুরুষের ওপর সবচেয়ে জঘন্যতম হামলা উল্লেখ করে তিনি বলেন, ‘আমি এ ঘটনায় ন্যায়বিচার নিশ্চিতের আহ্বান জানাই।’

নৃশংস এ ঘটনার প্রেক্ষিতে নাইজেরীয় রাষ্ট্রপতি মুহাম্মদ বুহারি বলেন, ‘আমি এ ঘটনার নিন্দা জানাই। পুরো দেশ এ জঘন্য কর্মকাণ্ডে স্তব্ধ।’

দাফনের জন্য নিয়ে যাওয়া হচ্ছে নিহতদের লাশ। ছবি : সংগৃহীত

স্থানীয় একটি সশস্ত্র গোষ্ঠীর নেতা শনিবার বাবাকুরা কোলো এএফপিকে বলেছিলেন, ‘আমরা ৪৩টি মরদেহ পেয়েছি। সবাইকে হত্যা করা হয়েছে। আরো ছয়জনকে গুরুতর আহত অবস্থায় পাওয়া গেছে।’

ওই অঞ্চলটিতে এক দশক ধরে ইসলামিক জঙ্গি গোষ্ঠী বোকো হারামের সক্রিয় তৎপরতা রয়েছে। কয়েক বছর ধরে সেখানে নতুন করে দেখা দিয়েছে ইসলামিক স্টেট তথা আইএসের তৎপরতা। ২০০৯ সাল থেকে সহিংসতায় ওই অঞ্চলের কয়েক হাজার মানুষ নিহত হয়েছেন। বাস্তুচ্যুত হয়েছেন অন্তত ২০ লাখ অধিবাসী।

শনিবারের হামলার বিষয়ে কোলো বলেন, ‘এটা বোকো হারামের কাজ তাতে কোনো সন্দেহ নেই। তারা এই এলাকায় কৃষকদের ক্রমাগত আক্রমণ করছে।’

এর আগে গত মাসেও মাইদুগুরি এলাকার কাছে পৃথক দুটি ঘটনায় বোকো হারাম জঙ্গিরা ২২ জন কৃষককে হত্যা করেছিল। শনিবারের ঘটনার পর হামলাকারীদের চিহ্নিত করে গ্রেপ্তারে অভিযান শুরু করেছে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

বাংলা/এসএ/

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
Page rendered in: 0.1612 seconds.