ছবি : প্রতিকী
গর্ভাবস্থায় মা করোনায় (কোভিড-১৯) আক্রান্ত হলেও সন্তান নিরাপদ থাকে বলেই জানিয়েছিল বিজ্ঞানীরা। এবার বিজ্ঞানীদের এই গবেষণাকে চেলেঞ্জের মুখে ফেলে দিয়েছে সদ্য জন্ম নেয়া একটি শিশু। কারণ ওই শিশুটি করোনার অ্যান্টিবডি নিয়েই জন্ম গ্রহণ করেছে।
সম্প্রতি সিঙ্গাপুরের একটি হাসপাতালে ওই শিশুটির জন্ম হয়। তার মায়ের নাম সেলিন এনজি-চ্যান। এমন খবর প্রকাশ করেছে ভারতের গণমাধ্যম সংবাদ প্রতিদিন।
ওই প্রতিবেদনে বলা হয়, গত মার্চে অন্তঃসত্ত্বা থাকা কালে করোনায় আক্রান্ত হয়েছিলেন সেলিন এনজি-চ্যান। পরে সুস্থও হন তিনি। আর এ মাসেই জন্ম দেন সন্তানের। তবে সদ্যোজাত শিশুর শরীরের অ্যান্টিবডিরসন্ধান পান চিকিৎসকরা।
এ বিষয়ে সেলিন জানান, তার শরীর থেকেই গর্ভের শিশুর মধ্যে করোনার সংক্রমণ ছড়িয়েছে বলেই সন্দেহ করছেন চিকিৎসকরা। ওই সময় তার শরীরে করোনার খুব বেশি উপসর্গ দেখা যায়নি। কিন্তু অন্তঃসত্ত্বা অবস্থায় এমনটা হওয়ায় তাকে হাসপাতালেই ভর্থি করা হয়েছিল। আড়াই সপ্তাহ পর সুস্থ হয়ে বাড়িতে ফিরে যান তিনি।
এর আগে বলা হয়েছিল, মা করোনা আক্রান্ত হলেও সন্তানের জন্য তার স্তন্যদুগ্ধ সুরক্ষিত। কলম্বিয়া বিশ্ববিদ্যালয়ের এক গবেষক গত অক্টোবরে জানিয়েছিলেন, মায়ের থেকে গর্ভের শিশুর করোনায় আক্রান্ত হওয়ার ঘটনা বিরল।
এমতাবস্তায় করোনাজয়ী মায়ের সন্তানের শরীরে অ্যান্টিবডি পাওয়ার ঘটনা গবেষণায় নতুন দিক খুলে দিয়েছে বলেই মনে করছেন বিশেষজ্ঞরা। তবে এ বিষয়ে গর্ভবতী নারীদের দুশ্চিন্তা না করারই পরামর্শ দেয়া হচ্ছে।
বাংলা/এনএস