ফাইল ছবি
আয়কর রিটার্ন দাখিলের সময় এক মাস বাড়লো। এতে করে আগামী ৩১ ডিসেম্বর পর্যন্ত জরিমানা ছাড়াই চলতি বছরের আয়কর রিটার্ন দেয়া যাবে। জাতীয় আয়কর দিবসে সাধারণ রিটার্ন দাখিল করার শেষ দিনে এই সিদ্ধান্তের কথা জানায় জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)।
৩০ নভেম্বর, সোমবার বিকেল সাড়ে ৩টার দিকে রাজধানীর সেগুনবাগিচার প্রধান কার্যালয়ে এনবিআর চেয়ারম্যান আবু হেনা মো. রহমাতুল মুনিম উপস্থিত সাংবাদিকদের এই তথ্য জানান।
জানা গেছে, করোনা মহামারীর কথা বিবেচনায় আয়কর রিটার্ন দাখিলের সময় বাড়ানোর দাবি করা হয় বিভিন্ন মহল থেকে। সেই প্রেক্ষিতে আয়কর জমা দেয়ার সময় বাড়ালো এনবিআর।
এর আগে গতকাল ২৯ নভেম্বর, রবিবার এনবিআর চেয়ারম্যান জানান, চলতি বছর আয়কর রিটার্ন জমা দেয়ার সময় আর বাড়ানো হবে না। ৩০ নভেম্বরই রিটার্ন জমা দেয়ার শেষ দিন থাকছে। কিন্তু তার একদিন পরই সেই সিদ্ধান্ত থেকে সরে এলো এনবিআর।
বাংলা/এনএস