ছবি : সংগৃহীত
ভারত অধিকৃত জম্মু-কাশ্মীর নিয়ে যৌথ প্রস্তাব গ্রহণ করেছে অর্গানাইজেশন অব ইসলামিক কো-অপারেশন (ওআইসি)। সংস্থাটির পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ের বৈঠকে এ সংক্রান্ত প্রস্তাবনা গৃহীত হয়। চলতি সপ্তাহে নাইজারে এই বৈঠক অনুষ্ঠিত হয়।
উক্ত প্রস্তাবনার মাধ্যমে এই প্রথম কোনো আন্তর্জাতিক মঞ্চে সরাসরি কাশ্মীর নিয়ে প্রস্তাব গ্রহণ করা হলো। এমন খবর প্রকাশ করেছে সংবাদমাধ্যম ডয়চে ভেলে।
তবে নাইজারের এই সম্মেলনে কাশ্মীর প্রস্তাব গ্রহণের ক্ষেত্রে পাকিস্তান গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে বলে ধারণা করছেন অনেক বিশেষজ্ঞ।
এদিকে ওআইসি’র বৈঠকে কাশ্মীর সংক্রান্ত এই প্রস্তাব গ্রহণের বিষয়টি সম্প্রতি সময়ের অভূতপূর্ব ঘটনা বলে মনে করছেন অনেক বিশেষজ্ঞ।
প্রসঙ্গত, নাইজারে গত ২৭ থেকে ২৯ নভেম্বর পর্যন্ত ওআইসি’র ৪৭তম সম্মেলনে গুরুত্বপূর্ণ মুসলিম দেশগুলোর পররাষ্ট্রমন্ত্রীরা মিলিত হয়েছিলেন। এতে করোনা, আন্তর্জাতিক কূটনৈতিক সম্পর্ক ছাড়াও এই বৈঠকে জম্মু-কাশ্মীরের বর্তমান পরিস্থিতি নিয়ে আলোচনা হয়েছে।
বাংলা/এনএস