চঞ্চল চৌধুরী। ছবি : সংগৃহীত
‘যুবতী রাধে’ গান গেয়ে সাড়া ফেলে দিয়েছিলেন দেশের জনপ্রিয় অভিনেতা চঞ্চল চৌধুরী। এবার আরোকটি গান দিয়ে দর্শকের মন জয় করতে যাচ্ছেন তিনি। ৬০ দশকের বিখ্যাত ‘তুমি যে আমার কবিতা’ গানে কণ্ঠ দিয়েছেন ডাইনামিক এই অভিনেতা।
গানটির নতুন করে সংগীতায়োজন করেছেন সংগীত পরিচালক জেকে মজলিশ। এতে চঞ্চলের সঙ্গে কণ্ঠ দিয়েছেন সিঁথি সাহা। এই গানটির মূল শিল্পীরা হলেন- মাহমুদুন্নবী ও সাবিনা ইয়াসমিন।
জানা গেছে, গত ৩০ নভেম্বর রাজধানীর একটি স্টুডিওতে গানটির রেকর্ড শেষ হয়েছে। ১০ ডিসেম্বর রাজধানীর একটি পাঁচতারকা হোটেলে আয়োজিত চ্যানেল আই মিউজিক অ্যাওয়ার্ডের মঞ্চে গানটি পরিবেশন করা হবে।
এ বিষয়ে জেকে মজলিশ জানান, ষাটের দশকের বাংলা চলচ্চিত্রের জনপ্রিয় গান ‘তুমি যে আমার কবিতা’ ও ‘তন্দ্রা হারা নয়ন আমার’। এই গান দুটি সাদা কালো যুগের। চ্যানেল আই মিউজিক অ্যাওয়ার্ড উপলক্ষে এই গান দুটির নতুন করে সংগীতায়োজন করেছি।
তিনি আরো বলে, এর মধ্যে ‘তুমি যে আমার কবিতা’ গানে কণ্ঠ দিয়েছেন চঞ্চল চৌধুরী। তিনি অভিনেতা হলেও ভালো গান করেন সেটা সবাই জানি। তাকে নিয়ে এ গানটি নতুন করে সবার সামনে উপস্থাপন করতে যাচ্ছি। শ্রোতারা এই গান দুটি উপভোগ করবেন বলেও আশা প্রকাশ করেন তিনি।
বাংলা/এনএস