ছবি : সংগৃহীত
ইসরায়েলকে নিজেদের আকাশসীমা ব্যবহারের অনুমতি দিয়েছে সৌদি আরব। সম্প্রতি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যস্ততায় মধ্যপ্রাচ্যের বেশ কয়েকটি দেশের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক হচ্ছে ইসরায়েলের। এবার সেই ধারাবাহিকতায় ইসরায়েলকে এই সুবিধা দিলো সৌদি সরকার।
এতে করে এখন থেকে সংযুক্ত আরব আমিরাতগামী ইসরায়েলের এয়ারলাইন্সের বিমানগুলো সৌদির আকাশপথ ব্যবহার করতে পারবে। এমন খবর প্রকাশ করেছে বার্তা সংস্থা রয়টার্স।
ওই খবরে বলা হয়, ট্রাম্পের জামাতা ও হোয়াইট হাউসের শীর্ষ উপদেষ্টা জেরার্ড কুশনারের সঙ্গে সৌদি কর্মকর্তাদের বৈঠকের পর ইসরায়েলি বিমান চলাচলে আকাশপথ ব্যবহারের বিষয়ে রাজি হয়েছে দেশটি।
ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের এক কর্মকর্তা গতকাল সোমবা রজানায়, আমরা এই বিষয়টি মিটমাট করতে সক্ষম হয়েছি।
এদিকে জেয়ার্ড কুশনার ও তার একটি টিম সৌদি সফরের পর কাতারে যাবেন। প্রতিবেশী উপসাগরীয় দেশগুলোর মধ্যকার দীর্ঘদিনের সংকট সমাধানে তারা ওই দুই দেশের সঙ্গে আলোচনা করবেন বলেও জানা গেছে।
বাংলা/এনএস