ফাইল ছবি
করোনায় আক্রান্ত হওয়ার দুই সপ্তাহের মধ্যেই এই ভাইরাসটির সংক্রমণ থেকে মুক্ত হয়েছেন জাতীয় ফুটবল দলের ইংলিশ কোচ জেমি ডে। গত ৩০ নভেম্বর, সোমবার তার ষষ্ঠ নমুনা পরীক্ষায় ফল নেগেটিভ এসেছে। ফলে আজ ২ ডিসেম্বর, বুধবার শিষ্যদের সঙ্গে যোগ দিতে তিনি কাতার রওয়ানা হচ্ছেন।
স্বাগতদিকদের বিপক্ষে বিশ্বকাপ ২০২২ ও এশিয়ান কাপ ২০২৩ বাছাইপর্বের ম্যাচ খেলতে আরব দেশটিতে গেছে বাংলাদেশ দল। ইতোমধ্যে সেখানে দুটি প্রস্তুতি ম্যাচ খেলেছেন জামাল-সুফিলরা। যদিও ফল ভালো হয়নি।
জানা গেছে, নিয়ম অনুযায়ী আজ কাতার পৌঁছার পর জেমি ডে’কে তিনদিন কোয়ারেন্টিনে থাকতে হবে। সে হিসেবে আগামী ৪ ডিসেম্বর ম্যাচের সময় কোচ ডাগআউটে থাকতে পারছেন না। তবে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) চেষ্টা করছে, তার জন্য নিয়ম শিথিল করানোর।
জেমি ডের অনুপস্থিতিতে জাতীয় দলের দায়িত্ব সামলাচ্ছেন সহকারী কোচ স্টুয়ার্ট ওয়াটকিস। তাকে সহযোগিতা করার জন্য পরে পাঠানো হয় আরেক সহকারী কোচ মাসুদ পারভেজকে।
এর আগে গত ১৩ নভেম্বর সর্বশেষ দলের ডাগআউটে দাঁড়িয়েছিলেন জেমি ডে। মুজিববর্ষ সিরিজের প্রথম ম্যাচে সেদিন নেপালের বিপক্ষে ২-০ গোলের জয় পায় দল।
এর পরদিন টিম হোটেল থেকে দুই দলের খেলোয়াড় ও কোচিং স্টাফদের করোনার নমুনা সংগ্রহ করা হয়। ১৫ নভেম্বর নমুনা ফলাফলে জেমি ডে’র শরীরে করোনা শনাক্ত হয়। এরপর আরো চার দফা পরীক্ষা করা হয় তার, প্রত্যেকবারই ফল পজিটিভ আসে।
বাংলা/এসএ/