ছবি : সংগৃহীত
বাংলা সংগীতের প্রিয় নাম ফেরদৌস ওয়াহিদ। কয়েক দশক ধরে শ্রোতাদের একের পর এক গান উপহার দিয়ে গেছেন তিনি। এবার সময় যবনিকা টানার। চলতি বছরই তিনি সংগীত ক্যারিয়ারের ইতি টানছেন।
গত সেপ্টেম্বরেই এমন তথ্য জানিয়েছিলেন ফেরদৌস ওয়াহিদ। এবার একটি সংবাদমাধ্যমে বিষয়টি নিশ্চিত করে জানান, আগামী ৩১ ডিসেম্বরই সংগীত ক্যারিয়ারের যবনিকা টানছেন তিনি।
ওইদিনের পর আর কোনো নতুন গান করবেন না ফেরদৌস ওয়াহিদ। সেই সাথে কোনো মঞ্চেও আর দেখা যাবে না তাকে। ছেলে সংগীতশিল্পী হাবিব ওয়াহিদের পরামর্শেই তিনি এমন সিদ্ধান্ত নিয়েছেন বলে জানা গেছে।
আগামী ১০ ডিসেম্বর চ্যানেল আই আয়োজিত মিউজিক অ্যাওয়ার্ড অনুষ্ঠানে ফেরদৌস ওয়াহিদকে আজীবন সম্মাননায় ভূষিত করা হবে। সেখানেই আনুষ্ঠানিকভাবে সংগীত ক্যারিয়ারের ইতি টানার ঘোষণা দিবেন তিনি।
দীর্ঘ সংগীত ক্যারিয়ারে ভক্ত-শ্রোতাদের ভালোবাসা পেয়েছেন ফেরদৌস ওয়াহিদ। তাই তাদের প্রতি কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানান তিনি। ফেরদৌস ওয়াহিদ বলেন, ‘আজকের ফেরদৌস ওয়াহিদ হতে পেরেছি শুধু ভক্তদের জন্য। ভক্তদের নিরাশ করব না।’
এসময় তিনি জানান, তার ১৫টি বিখ্যাত গান নতুন করে তৈরি করেছেন তার ছেলে হাবিব ওয়াহিদ। প্রতি মাসে একটি করে গান প্রকাশ করার পরিকল্পনা রয়েছে তাদের।
জানা গেছে, বেশ কয়েকমাস ধরে মাছ চাষ ও কৃষিকাজে সময় দিচ্ছেন ফেরদৌস ওয়াহিদ। নিজ এলাকা মুন্সীগঞ্জের বিক্রমপুরেই আছেন তিনি। সেখানেই ভবিষ্যৎ জীবন অতিবাহিত করার পরিকল্পনা করছেন তিনি।
১৯৫৩ সালের সালের ২৬ মার্চ বিক্রমপুরে জন্ম নেয়া ফেরদৌস ওয়াহিদের কৈশোর কেটেছে কানাডায়। পরে দেশে ফিরে সত্তরের দশকে সংগীতের ক্যারিয়ার শুরু করেন তিনি।
রবীন্দ্রসঙ্গীত শিক্ষার মধ্যদিয়ে ফেরদৌস ওয়াহিদের সংগীতজীবনের যাত্রা শুরু। পরবর্তীতে তিনি লোকসঙ্গীতে তালিম নিয়েছেন কিংবদন্তী আব্দুল আলিমের কাছে। এছাড়া ওস্তাদ মদনমোহন দাশের কাছেও গান শেখেন তিনি। এছাড়া ক্লাসিক্যালের তালিম নেন ওস্তাদ ফজলুল হকের কাছে। ক্যারিয়ার শুরু করার সময় তার কয়েকটি হিট গানের সুর করেছিলেন আনিস জেড চৌধুরী, লাকি আকন্দ এবং আলম খান। পরবর্তীতে তিনি নিজেই গানের সুর করেন। বর্ণাঢ্য ক্যারিয়ারে অভিনয়ও করেছেন ফেরদৌস ওয়াহিদ।
বাংলা/এসএ/