ছবি : বাংলা
কুবি প্রতিনিধি :
করোনাভাইরাসের (কোভিড-১৯) কারণে বন্ধ হয়ে যাওয়া চূড়ান্ত পরীক্ষা নেয়ার দাবিতে প্রশাসনিক ভবনে তালা দিয়েছে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) বিক্ষুব্ধ শিক্ষার্থীরা। এ সময় প্রশাসনিক ভবনের সম্মুখে অবস্থান কর্মসূচি পালন করেন শিক্ষার্থীরা।
২ ডিসেম্বর, বুধবার সকাল ১০টায় এই বিক্ষোভ কর্মসূচি পালন করেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। এ সময় শিক্ষার্থীরা ‘খুলছে সিনেমার হল, বন্ধ কেন পরীক্ষার হল’, ‘হাট-বাজারে মানুষের ঢল, বন্ধ কেন পরীক্ষার হল’- এ ধরনের স্লোগান দেন।
কর্মসূচিতে অংশ নেয়া বাংলা বিভাগের ২০১৫-২০১৬ শিক্ষাবর্ষের শিক্ষার্থী ফয়সাল হাবিব বলেন, বাংলাদেশে হাটবাজার থেকে শুরু করে সবকিছু খোলা এমনকি নিয়োগও পরীক্ষাও হচ্ছে। তাহলে আমাদের চূড়ান্ত পরীক্ষাগুলো নিতে কেন গড়িমসি। ২৫ নভেম্বর আন্দোলনের সময় বলা হয়েছিল- ইউজিসি’কে পরীক্ষার বিষয়ে চিঠি দিবে বিশ্ববিদ্যালয়। কিন্তু বিশ্ববিদ্যালয় প্রশাসন চিঠি পাঠিয়েছে কিনা সে বিষয়ে আমরা অবগত নই।
তবে বিক্ষোভ চলাকালে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (অতিরিক্ত দায়িত্ব) অধ্যাপক ড. মো. আবু তাহের স্নাতক চূড়ান্ত পরীক্ষা নেয়া হবে বলে শিক্ষার্থীদের আশ্বস্ত করেন। এ সময় রেজিস্ট্রার আরো বলেন, শিক্ষার্থীদের দাবি যৌক্তিক। আজকে বিভাগীয় প্রধানদের সাথে পরীক্ষার বিষয়ে আমাদের মিটিং আছে। আমরা অতি শিগগিরই পরীক্ষার রুটিন জানাবো।
মুঠোফোনে বিক্ষোভরত শিক্ষার্থীদের উদ্দেশ্যে উপাচার্য অধ্যাপক ড. এমরান কবির চৌধুরী বলেন, ‘ইউজিসি’র সাথে ভর্তি পরীক্ষা নিয়ে মিটিং হয়েছিল। মিটিং এ স্নাতকের চূড়ান্ত পরীক্ষা নেওয়ার বিষয়ে আলোচনা হয়। আমরা পরীক্ষা নেয়ার ব্যপারে আমাদের পরীক্ষা কমিটিকে বলে দিয়েছি। খুব শীঘ্রই পরীক্ষা নেয়া হবে।
এদিকে শিক্ষার্থীরা অভিযোগ করেন ইংরেজি বিভাগের বিভাগীয় প্রধান ড. বনানী বিশ্বাস বিক্ষোভরত শিক্ষার্থীদের সাথে রূঢ় আচরণ করেন এবং শিক্ষার্থীদের হুমকি প্রদান করেন। এ বিষয়ে ড. বনানী বিশ্বাস বলেন, ‘আমি আন্দোলনস্থলে গিয়ে বিব্রতবোধ করেছি তবে এ বিষয়ে আমার কোন ক্ষোভ নেই।’
বাংলা/এনএস