• বিনোদন প্রতিবেদক
  • ০২ ডিসেম্বর ২০২০ ২২:৩৫:২৪
  • ০২ ডিসেম্বর ২০২০ ২২:৩৫:২৪
অন্যকে জানাতে পারেন: Facebook Twitter Google+ LinkedIn Save to Facebook প্রিন্ট করুন
বিজ্ঞাপন

সমালোচনার পর নিজেকে ‘নেগেটিভ’ দাবি তৌসিফের

তৌসিফ মাহবুব। ছবি : সংগৃহীত

সমালোচনার মুখে নিজেকে করোনা নেগেটিভ দাবি করেছেন ছোটপর্দার জনপ্রিয় অভিনেতা তৌসিফ মাহবুব। এর আগে গতকাল মঙ্গলবার স্ত্রী, শ্বশুরবাড়ির লোকসহ তিনি করোনায় আক্রান্ত জানিয়ে ফেসবুকে পোস্ট দিয়েছিলেন তৌসিফ। তবে এই পোস্ট দেয়ার কয়েক ঘণ্টা পরই শুটিং সেটে যান তিনি, যা নিয়ে সমালোচনা হয়।

এই সমালোচনার পর ২ ডিসেম্বর, বুধবার নিজেকে করোনা নেগেটিভ দাবি করেন তৌসিফ মাহবুব।

এ বিষয়ে তৌসিফ জানান, গত ১০ দিন আগে আমার স্ত্রী করোনা আক্রান্ত হয়। আমি তাকে ভালোবাসি। তাই পাশে থেকেই ওর সেবা করি এবং নিজেও নয়দিন আইসোলেশনে থাকি। তাই ধরেই নিয়েছিলাম আমিও হয়তো করোনায় আক্রান্ত। তাই আবেগ থেকেই স্ত্রী ও তার পরিবারসহ সবার জন্য দোয়া চেয়ে ফেসবুকে পোস্ট দেই। একই সঙ্গে করোনা পরীক্ষা করার জন্য নমুনা দিই।

তিনি আরো জানান, আজ সন্ধ্যায় আমার করোনা রিপোর্টের রেজাল্ট পেয়েছি, যেটা নেগেটিভ। সবার দোয়ায় এবং আল্লাহর অশেষ রহমতে আমি করোনা আক্রান্ত না। এখন শুটিং সেটেই আছি।

গতকাল মঙ্গলবার ওই পোস্টে তৌসিফ জানান, প্রতিটি স্বামীকে এই দিনটি দেখতে হবে। সৃষ্টিকর্তা সবাইকে শক্তি দান করুন সেই আশা করি। করোনায় শুধু বউ নয়, তার বাড়ির সবাই ও আমি আক্রান্ত হয়েছি। এ সময় তার ও পরিবারের জন্য সবার কাছে দোয়াও চান তিনি।

এমন পোস্টের ঘণ্টাখানেকের মধ্যেই রাজধানীর কারওয়ান বাজারে নির্মাতা রাফাত মজুমদার রিংকুর একটি নাটকে শুটিং করতে দেখা যায় তৌসিফকে। এ ঘটনায় বিস্ময় প্রকাশ করেন শিল্পী সংঘের সাধারণ সম্পাদক আহসান হাবিব নাসিম।

এ বিষয়ে আহসান হাবিব নাসিম বলেন, করোনা আক্রান্ত কেউ পোস্ট দিয়ে শুটিং করতে যাবে, এটা অন্যায়। তার তো আইসোলেশনে থাকার কথা। স্বাস্থ্যবিধি মেনে শুটিং করা হচ্ছে অথচ একজন শিল্পী নিজে পোস্ট দিলেন আবার জনবহুল এলাকায় শুটিং করলেন, এটা কেমন কথা।

বাংলা/এনএস

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
Page rendered in: 0.1446 seconds.