• ক্রীড়া ডেস্ক
  • ০৩ ডিসেম্বর ২০২০ ১০:০৮:৪৯
  • ০৩ ডিসেম্বর ২০২০ ১০:০৮:৪৯
অন্যকে জানাতে পারেন: Facebook Twitter Google+ LinkedIn Save to Facebook প্রিন্ট করুন
বিজ্ঞাপন

বাবার পথ ধরে ফর্মুলা ওয়ানে আসছেন মাইক শুমাখার

ফাইল ছবি

পরিবারের রক্তেই যেন গতির নেশা। বাবা মাইকেল শুমাখার ছিলেন সাতবারের বিশ্বসেরা। আর চাচা রালফ শুমাখারও জয়ী হয়েছেন ৬ বার। এবার পুণরায় ফর্মুলা ওয়ান রেসিংয়ে ফিরছে শুমাখার পরিবার।

কিংবদন্তী রেসার মাইকেল শুমাখারের পুত্র মাইক শুমাখারকে দেখা যাবে আগামীবারের ফর্মুলা ওয়ান রেসিংয়ে। ইতোমধ্যে বেশ কয়েক বছরের জন্য তিনি হাস দলের সঙ্গে চুক্তিবদ্ধ হয়েছেন বলে জানিয়েছে দলটি।

এর আগে ফর্মুলা টু রেসিংয়ে সাফল্য পেয়ে আলোচনায় আসেন ২১ বছর বয়সী মাইক। আর ২০১৮ সালে ফর্মুলা থ্রি ইউরোপীয় শিরোপা জিতেন তিনি। পরে ২০১৯ সালে যোগ দেন ফেরারি অ্যাকাডেমিতে। এরপর ক্রমাগত উন্নতি করেই চলেছেন মাইক। যার ফল হিসেবে আগামী মৌসুমের ফর্মুলা ওয়ানে দেখা যাবে তাকে।

মাইকের বাবা মাইকেলকে ধরা হয় সর্বকালের সেরা রেসারদের একজন হিসেবে। ২০১৩ সালে আল্পস পর্বতে স্কি করতে গিয়ে ভয়াবহ দুর্ঘটনার কবলে পড়ার পর থেকেই অন্তরালে আছেন তিনি।

বাংলা/এসএ/

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
Page rendered in: 0.1498 seconds.