ফাইল ছবি
ইউরোপীয় একত্রীকরণের নেতা ও সাবেক ফরাসি রাষ্ট্রপতি ভ্যালেরি গিসকার্ড ডিএস্টাং (৯৪) মৃত্যুবরণ করেছেন। প্রাণঘাতী করোনায় আক্রান্ত হয়েই তার মৃত্যু হয় বলে আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলো জানিয়েছে।
গতকাল ২ ডিসেম্বর, বুধবার তার নামে প্রতিষ্ঠিত ভ্যালেরি গিসকার্ড ডিএস্টাং ফাউন্ডেশনের এক টুইটবার্তায় বিষয়টি নিশ্চিত করা হয়।
শ্বাসপ্রশ্বাসজনিত সমস্যা দেখা দেয়ায় গত সেপ্টেম্বরে তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছিল। পরে মধ্য ফ্রান্সের বাড়িতে ফিরিয়ে নেয়া হয়। তবে নভেম্বরের মাঝামাঝিতে আবার শারীরিক অবস্থার অবনতি হলে হাসপাতালে নেয়া হয়। পরে সেখান থেকে পুনরায় নিজ বাড়িতে ফিরিয়ে নেয়া হয় তাকে। সেখানেই মৃত্যুবরণ করেন তিনি।
১৯৭৪ থেকে ১৯৮১ সাল পর্যন্ত ফ্রান্সের রাষ্ট্রপতি ছিলেন ভ্যালেরি গিসকার্ড ডিএস্টাং। তাকে ইউরোপীয় একীভূতকরণের মূল স্থপতি বলা হয়।
ফরাসি সমাজকে আধুনিকতার দিকে নির্দেশনা দেয়ার জন্য তার খ্যাতি রয়েছে। তার আমলেই পারস্পরিক সমঝোতার ভিত্তিতে বিবাহবিচ্ছেদ ও গর্ভপাতের অধিকার লাভ করেন নাগরিকরা।
বাংলা/এসএ/