• বিদেশ ডেস্ক
  • ০৩ ডিসেম্বর ২০২০ ২২:০৮:৪১
  • ০৩ ডিসেম্বর ২০২০ ২২:০৮:৪১
অন্যকে জানাতে পারেন: Facebook Twitter Google+ LinkedIn Save to Facebook প্রিন্ট করুন
বিজ্ঞাপন

টমেটো-শসার সালাদের কুফল

ছবি : সংগৃহীত

মানুষের পছন্দের তালিকায় জনপ্রিয় খাবারগুলোর মধ্যে অন্যতম হলো সালাদ। তবে অনেক ধরনের সালাদের মধ্যে টমেটো ও সবুজ শসা সবচেয়ে বেশি জনপ্রিয়। বাসায় বা যেকোনো অনুষ্ঠানেই এই সালাদ পরিবেশন করা হয়। মুখোরোচক হলেও টমেটো-শসার সালাদই ঘটাতে পারে বিপত্তি।

টমেটো ও শসা আলাদা আলাদা খেলে তা শরীরের জন্য খুবই উপকারী। কিন্তু এই দুই সবজি একসঙ্গে খেলে বদহজমের সমস্যা হয়। এমন খবর প্রকাশ করেছে সংবাদ প্রতিদিন।

লাল টমেটোতে প্রচুর পরিমাণে ভিটামিন সি থাকে। যা ত্বকের পোড়াভাব দূর করতে সাহায্য করে। আর শসা বাড়ায় হজমশক্তি। এটি অল্প সময়েই পেট ভরিয়ে ফেলে। আর একসঙ্গে এই দুই সবজি খেলে ভীষণভাবে বদহজমের সমস্যা হয়।

দুই ভিন্ন খাবারের বিপরীত ধর্ম থাকার কারণেই এমনটা হয়। শসা তাড়াতাড়ি হজম হয়ে যায়, কিন্তু টমেটোর পাকস্থলীর স্বাভাবিক প্রক্রিয়ায় পাক হতে সময় লাগে। এ কারণেই হজমের সমস্যা দেখা দেয়। এমনকি মারাত্মক গ্যাসের প্রভাব দেখা দেয়।

শসাতে থাকা কিছু উপাদান যা টমেটোর ভিটামিন সি’র সঙ্গে বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি করে। এর ফলে পাকস্থলী ক্ষতিগ্রস্ত হয়। অনেকে দইয়ের সঙ্গে টমেটো, শসা, পিঁয়াজ মিশিয়ে রায়তা করে খেতে পছন্দ করেন। কিন্তু এটাতেও পেটের মারাত্মক ক্ষতি হয়।

তাহলে কিভাবে খাবেন?

খাবার মানে শুধু পেটই ভরানো নয়। সেই খাবার যেন শরীরের প্রত্যেকটি কোষের উপকারে লাগে সেটা খেয়াল রাখতে হবে। খাবার আগে বা পরে সালাদ খাওয়া যাবে না। তা খাবার সঙ্গে খেতে হবে। হয় শসার গ্রিন সালাদ খেতে হবে পিঁয়াজ মিশিয়ে, আর না হলে পিঁয়াজের সঙ্গে টমেটো মিশিয়ে অন্যভাবে সালাদ তৈরি করে খেতে হবে।

বাংলা/এনএস

সংশ্লিষ্ট বিষয়

টমেটো শসা সালাদ কুফল

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
Page rendered in: 0.1485 seconds.