• বিনোদন প্রতিবেদক
  • ০৪ ডিসেম্বর ২০২০ ১৬:২০:৩৯
  • ০৪ ডিসেম্বর ২০২০ ১৬:২০:৩৯
অন্যকে জানাতে পারেন: Facebook Twitter Google+ LinkedIn Save to Facebook প্রিন্ট করুন
বিজ্ঞাপন

আসাদুজ্জামান নূর হাসপাতালে ভর্তি

আসাদুজ্জামান নূর। ছবি : সংগৃহীত

সাংস্কৃতিক ব্যক্তিত্ব, খ্যাতিমান অভিনেতা ও সংসদ সদস্য আসাদুজ্জামান নূর করোনায় (কোভিড-১৯) আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে ভর্তি হন। তবে কাশি-জ্বর ছাড়া তার তেমন কোনো উপসর্গ নেই। 

জানা গেছে, গতকাল বৃহস্পতিবার রাতে করোনা পজিটিভ রিপোর্ট হাতে পান আসাদুজ্জামান নূর। এরপর বাসাতেই আইসোলেশন থাকেন তিনি। পরে বয়স ও অন্যান্য রোগ বিবেচনায় নিয়ে চিকিৎসকের পরামর্শে তাকে হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে কাশি, সর্দি এবং হালকা জ্বর ছাড়া তার তেমন কোনো সমস্যা নেই।

এর আগে সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি গোলাম কুদ্দুছ জানান, আসাদুজ্জামান ‍নূর করোনায় আক্রান্ত হয়েছেন। করোনা পজিটিভ রিপোর্ট গতকাল বৃহস্পতিবার রাতে হাতে পান তিনি। তিনি বাসায় আইসোলেশনে রয়েছেন।

১৯৪৬ সালের ৩১ অক্টোবর নীলফামারী জেলার এক সম্ভ্রান্ত পরিবারে জন্মগ্রহণ করেন আসাদুজ্জামান নূর। আসাদুজ্জামান নূর নীলফামারী-২ আসন থেকে ২০০১, ২০০৮, ২০১৩ ও ২০১৮ সালের নির্বাচনে সংসদ সদস্য নির্বাচিত হন। দশম সংসদ নির্বাচনে জয়ী হওয়ার পর তিনি সংস্কৃতিমন্ত্রীর দায়িত্ব পান।

বর্তমানে সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য হিসেবে দায়িত্ব পালন করছেন আসাদুজ্জামান নূর। একই সঙ্গে মুক্তিযুদ্ধ জাদুঘরের ট্রাস্টি, বাংলাদেশ আবৃত্তি সমন্বয় পরিষদের সভাপতিও তিনি।

এই অভিনেতা ১৯৭২ সাল থেকে নাগরিক নাট্য সম্প্রদায়ের সঙ্গে যুক্ত থেকে দেশের নাট্য আন্দোলনে সক্রিয় ভূমিকা পালন করে আসছেন। এ পর্যন্ত দলের ১৫টি নাটকে ৬ শতাধিক বারেরও বেশি অভিনয় করেছেন তিনি। নির্দেশনা দিয়েছেন ‘দেওয়ান গাজীর কিসসা’ নাটকটি। তার অভিনীত টিভি নাটক ‘আজ ররিবার’, ‘কোথাও কেউ নেই’-এর ‘বাকের ভাই’, ‘এই সব দিনরাত্রি’র ‘শফিক’, ‘অয়োময়’ নাটকের ‘ছোট মির্জা’, ‘সবুজ ছায়া’র ‘ডাক্তার’ ব্যাপক জনপ্রিয়তা পায়। তার অভিনীত উল্লেখযোগ্য চলচ্চিত্র হলো– ‘শঙ্খনীল কারাগার’ (১৯৯২) ও ‘আগুনের পরশমণি’ (১৯৯৪)।

বাংলা/এনএস

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
Page rendered in: 0.1609 seconds.