ফাইল ছবি
ইরানের সম্ভাব্য হামলা থেকে নিজদের বিজ্ঞানীদের সতর্ক করেছে ইসরায়েল। শীর্ষ পরমাণু বিজ্ঞানী মোহসেন ফখরিজাদের হত্যার প্রতিশোধ নেয়ার জন্য ইরান এই হামলা চালাতে পারে বলে শঙ্কা করছে ইসরায়েল। ৪ ডিসেম্বর, শুক্রবার দেশটির দোমিনা রিয়্যাক্টর ফ্যাসিলিটির বিজ্ঞানীদের এ বিষয়ে সতর্ক করা হয়।
বিজ্ঞানীদের প্রতিদিনের কাজের সময় সতর্ক থাকতে বলা হয়। ইসরায়েলি ব্রডকাস্টিং করপোরেশন নিউজ নেটওয়ার্কের বরাত দিয়ে এমন খবর প্রকাশ করেছে তুর্কি সংবাদমাধ্যম ইয়ানি শাফাক।
ওই প্রতিবেদনে বলা হয়, দোমিনা রিয়্যাক্টর ফ্যাসিলিটিতে কর্মরত জ্যেষ্ঠ বিজ্ঞানীদের সতর্ক করেছে ইসরায়েল। তাদের মধ্যে একজন সাবেক কর্মীও আছেন। তাদেরকে প্রতিদিনের রুটিন কাজের সময় সতর্ক থাকতে বলা হয়েছে।
৩ ডিসেম্বর, বৃহস্পতিবার ইসরায়েলের প্রধানমন্ত্রী বিনইয়ামিন নেতানিয়াহু বলেন, প্রতিবেশী দেশগুলোতে ইসরায়েলের স্বার্থে আঘাত হানতে পারে ইরান।
এর আগে বুধবার যুক্তরাষ্ট্রের এক শীর্ষ কর্মকর্তা দাবি করেন, ইসরায়েলই ফখরিজাদেকে হত্যা করেছে। আর এই অভিযানের বিষয়ে মার্কিন প্রশাসন আগে থেকেই জানতো।
প্রসঙ্গত, ইরানের পরমাণু বিজ্ঞানী ফখরিজাদেকে হত্যার জন্য শুরু থেকেই ইসরায়েলকেই দায়ী করে আসছে দেশটির সরকার, কর্মকর্তারা ও রাজনীতিবিদরা। এমনকি এর প্রতিশোধ নেয়ার অঙ্গীকার করেছে ইরান।
বাংলা/এনএস