ছবি : সংগৃহীত
অধিকৃত জেরুজালেমের একটি গির্জায় অগ্নিসংযোগের চেষ্টা বানচাল করে দিয়েছেন ফিলিস্তিনি মুসলমানরা। জাবাল জেইতুন এলাকার পাশে আল জাসমানিয়া নামে গির্জাটি অবস্থিত। ওই গির্জায় আগুন দেয়ার চেষ্টাকালে এক ইহুদিকেও আটক করেন তারা।
ওই ইহুদি ভেতর প্রবেশ করে গির্জার আসবাবপত্রে পেট্রোল ঢেলে আগুন লাগাচ্ছিলেন। এ সময় বিষয়টি টের পান পাশের মুসলমানরা। তারা সঙ্গে সঙ্গে গির্জায় গিয়ে ওই ব্যক্তিকে ধরে ফেলেন। বার্তা সংস্থা আল শাহাব’র বরাত দিয়ে এমন খবর প্রকাশ করেছে পার্স টুডে।
ওই প্রতিবেদনে বলা হয়, ওই ব্যক্তিকে ধরার পর ঘটনাস্থলে উত্তেজনার সৃষ্টি হয় এবং সংঘর্ষ বেধে যায়। এরপর ইসরায়েলি সেনারা গির্জায় ঢুকে অভিযুক্ত ইহুদি ব্যক্তিকে জনতার হাত থেকে মুক্তি করে তাদের সঙ্গে নিয়ে যান।
এর আগেও ইহুদিবাদীরা মুসলমান ও খ্রিস্টানদের পবিত্র স্থানগুলোতে বহুবার আগুন দিয়েছে এবং সেগুলো ধ্বংস করার চেষ্টা চালিয়েছে। এর ফলে কিছু কিছু ধ্বংস করে ফেলেছে তারা।
বাংলা/এনএস