ছবি : সংগৃহীত
লা লিগায় দুঃসময় কাটছে না বার্সেলোনার। বাইরের নানা ঝঞ্ঝার প্রভাব যেন পড়েছে মাঠের খেলায়। এরই মধ্যে লিগে নবাগত ও অপেক্ষাকৃত দুর্বল দল কাদিজের মাঠে খেলতে গিয়ে ২-১ গোলে হেরে এসেছেন মেসি-গ্রিজম্যান-কুতিনহোরা।
গতকাল ৫ ডিসেম্বর, শনিবার রাতে কাদিজের মাঠ স্তাডিও র্যামন ডি কারানজায় শুরু হওয়া ম্যাচের অষ্টম মিনিটেই আলভারো হিমেনেসের গোলে এগিয়ে যায় স্বাগতিকরা। প্রথমার্ধে আর সেই গোল শোধ করতে পারেনি কাতালানরা।
লিওনেল মেসির সঙ্গে আক্রমণ ছিলেন ফিলিপ কুতিনহো, আঁতোয়ান গ্রিজম্যান আর মার্টিন ব্র্যাথওয়েটকে নিয়েও ঘাম ঝরাতে হয় তাদের। অবশেষে ম্যাচের ৫৭তম মিনিটে সমতায় ফেরে বার্সেলোনা। তবে এতে তাদের কোনো কৃতিত্বই ছিল না।
মেসির বাড়ানো বল পেয়ে শট নেন জর্দি আলবা। আর সেই শট প্রতিপক্ষের পেদ্রো আলকালার পা ছুঁয়ে গোলপোস্টে জড়ায়। আত্মঘাতী গোলে ম্যাচে সমতা আসে।
তবে এই স্বস্তি মিনিট ছয়েকের বেশি স্থায়ী হয়নি কাতালানদের। ৬৩ মিনিটে দ্বিতীয় গোল করে ফের কাদিজকে এগিয়ে নেন আলভারো নেগ্রেদো। বকি সময়ে আর সেই গোল শোধ করতে পারেনি কাতালানরা। ফলে ২-১ গোলের হার নিয়ে মাঠ ছাড়েন মেসিরা।
এই জয়ের ফলে ১২ ম্যাচে ১৮ পয়েন্ট নিয়ে তালিকার পাঁচে উঠে এসেছে কাদিজ। আর ১০ ম্যাচে মাত্র ১৪ পয়েন্ট নিয়ে সাত নম্বরে রয়েছে বার্সেলোনা। সর্বশেষ ১৯৮৭-৮৮ মৌসুমে প্রথম ১০ ম্যাচে ১৩ পয়েন্ট তুলেছিল তারা।
এই মুহূর্তে লা লিগার শীর্ষে রয়েছে অ্যাতলেটিকো মাদ্রিদ। ১০ ম্যাচ থেকে ২৬ পয়েন্ট রয়েছে তাদের ঝুলিতে। ১১ ম্যাচ থেকে ২৪ পয়েন্ট নিয়ে দ্বিতীয় অবস্থানে রয়েছে রিয়াল সোসিয়েদাদ। সমানসংখ্যক ম্যাচে ২০ পয়েন্ট নিয়ে তৃতীয় অবস্থানে বার্সার চিরপ্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদ। ১১ ম্যাচ থেকে সমান পয়েন্ট নিয়ে চতুর্থ অবস্থানে ভিলারিয়াল। আর ১০ ম্যাচ থেকে ১৬ পয়েন্ট নিয়ে ষষ্ঠ অবস্থানে সেভিয়া।
বাংলা/এসএ/