ছবি : বাংলা
ময়মনসিংহ প্রতিনিধি :
কুষ্টিয়ায় বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙ্গার প্রতিবাদে ময়মনসিংহ জেলা ও মহানগর যুবলীগের বিক্ষোভ সমাবেশ ও প্রতিবাদ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
গতকাল ৬ ডিসেম্বর, রবিবার বিকালে শুরু হওয়া পৃথক পৃথক মিছিলে নেতৃত্ব দেন জেলা যুবলীগের আহবায়ক অ্যাডভোকেট আজহারুল ইসলাম ও মহানগর যুবলীগের যুগ্ম আহ্বায়ক রাসেল পাঠান।
জেলা আওয়ামী লীগের কার্যালয় থেকে বের হয়ে যুবলীগের বিক্ষোভ মিছিল নতুন বাজার প্রদক্ষিণ করে রেলওয়ে কৃষ্ণচূড়া চত্বরে এসে সমাবেশ করে।
জেলা যুবলীগ যুগ্ম আহবায়ক আখেরুল ইমাম সোহাগের সঞ্চালনায় বিক্ষোভ সমাবেশ বক্তব্য রাখেন মহানগর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আশরাফ হোসাইন, জেলা যুবলীগ আহবায়ক অ্যাডভোকেট আজহারুল ইসলাম, জেলা যুবলীগের সাবেক সভাপতি অধ্যক্ষ গোলাম সারোয়ার, মহানগর যুবলীগের যুগ্ম আহ্বায়ক রাসেল খান পাঠান প্রমুখ নেতৃবৃন্দ।
এদিকে একই ইস্যুতে শহরে বিক্ষোভ মিছিল করেছে ছাত্রলীগ।