যুবরাজ তুর্কি আল-ফয়সাল। ছবি : সংগৃহীত
ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে ‘মিথ্যাবাদী’ বলেছেন সৌদি আরবের সাবেক গোয়েন্দাপ্রধান যুবরাজ তুর্কি আল-ফয়সাল। ক্রাউন প্রিন্ম মোহাম্মদ বিন সালমানের সঙ্গে ইসরায়েলকে স্বীকৃতি দেয়ার বিষয়ে আলোচনা হয়েছে বলে নেতানিয়াহু যা প্রচার করেছেন সেই পরিপ্রেক্ষিতে এই মন্তব্য করেন তিনি।
সম্প্রতি মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেওর মধ্যপ্রাচ্য সফরে সৌদির বিলাসবহুল নিয়ম অবকাসকেন্দ্রে যুবরাজ মোহাম্মদ বিন সালমানের সঙ্গে ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহুর বৈঠক অনুষ্ঠিত হয় বলে গণমাধ্যমে খবর প্রকাশিত হয়। মার্কিন টিভি চ্যানেল সিএনএন’কে দেয়া এক সাক্ষাৎকারে সৌদি যুবরাজ তুর্কি আল-ফয়সাল এই মন্তব্য করে বলে জানিয়েছে মিডলইস্ট মনিটর।
সৌদি যুবরাজ বলেন, ওই বৈঠকে যুবরাজ মোহাম্মদ বিন সালমানের সঙ্গে ইসরায়েলেরকে স্বীকৃতি দেয়ার যে আলোচনা হয় বলে নেতানিয়াহু প্রচার করে বেড়াচ্ছেন, তা নির্জলা মিথ্যাচার।
যুবরাজ ফয়সাল জোর দিয়ে বলেন, গত সপ্তাহে অবকাসকেন্দ্র নিওমে সৌদি ক্রাউন প্রিন্সের সঙ্গে ইসরায়েলের প্রধানমন্ত্রীর কোনো বৈঠকই হয়নি। এটি পুরোটাই গুজব। কয়েকটি ইসরায়েলি ও মার্কিন গণমাধ্যম নেতানিয়াহুর উদ্ধৃতি দিয়ে এ নিয়ে বিভ্রান্তিকর সংবাদ প্রকাশ করেছে।
তিনি আরো বলেন, সৌদির লোকজন নেতানিয়াহুর মতো দুর্নীতিবাজ ও মিথ্যাবাদীর কথা কখনো বিশ্বাস করবে না। কারণ তিনি নিজের দেশের আদালতেই ঘুষ-দুর্নীতির মামলায় হাজিরা দিচ্ছেন।
বাংলা/এনএস