ছবি : প্রতিকী
করোনা (কোভিড-১৯) মহামারীর শুরু থেকেই ভ্যাকসিন আবিষ্কারসহ নানা দিক নিয়ে গবেষণা করে চলছেন বিভিন্ন দেশের বিজ্ঞানীরা। এর মধ্যে করোনা পরীক্ষার পদ্ধতিও রয়েছে। তবে এবার ল্যাবরেটরিতে নয়, মোবাইল ফোনের ক্যামেরার সাহায্যেই করোনা শনাক্ত করা যাবে।
অবাক শোনালেও এমনটাই জানিয়েছেন নোবেল জয়ী বিজ্ঞানী জেনিফার ডৌডনা। চলতি বছরে যৌথভাবে রসায়নে নোবেল পুরস্কার পান তিনি। সম্প্রতি ‘সেল’ নামক গবেষণাপত্রে তা প্রকাশিত হয়। এমন খবর প্রকাশ করেছে ভারতের গণমাধ্যম সংবাদ প্রতিদিন।
এজন্য অভিনব ‘জিন-এডিটিং’ প্রযুক্তি তৈরি করেছেন বিজ্ঞানীরা। যার নাম দিয়েছেন ক্রিস্পার। এই প্রযুক্তির দৌলতে স্মার্টফোন ক্যামেরার মাধ্যমে দ্রুত এবং সহজে করোনা পরীক্ষা করা যাবে। ওই গবেষণাপত্রে ক্রিস্পার প্রযুক্তির বিস্তারিত বর্ণনা করেছেন জেনিফার ডৌডনা।
ওই গবেষণায় বলা হয়, ক্রিস্পার নির্ভর প্রযুক্তির সাহায্যে করোনা পরীক্ষার করা জন্য লালারসের নমুনাকে ‘ক্যাস ১৩’ নামে একটি উৎসেচকের (এনজাইম) সঙ্গে মেশানো হয়। আর সেটিই করোনার জিনগত উপাদানকে চিহ্নিত করতে পারে।
আরো বলা হয়, ওই মিশ্রণটিকে একটি যন্ত্রে রাখা হয়। আর তার সঙ্গে স্মার্টফোন যুক্ত করা হয়। যদি ওই মিশ্রণে করোনার জিন থাকে, তাহলে রঙের পার্থক্যের কারণে উৎসেচক তাকে খুঁজে বিচ্ছিন্ন করে ফেলে। এই প্রক্রিয়া পরীক্ষাগারের তুলনায় অনেক দ্রুত হয়।
বিজ্ঞানীরা জানান, স্মার্টফোনের ক্যামেরা পরীক্ষাগারের যন্ত্রপাতির তুলনায় রঙের পার্থক্য বুঝতে সক্ষম। অনেক দ্রুত ভাইরাসের জিন চিহ্নিত করতে পারে।
বাংলা/এনএস